ফেনী জেনারেল হাসপাতালে একদিনে ৬ জনের মৃত্যু, শনাক্ত ৩০.৩৪ শতাংশ

ফেনীতে গত ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৩৪ শতাংশ। একই সময়ে মারা গেছেন ছয় জন। তাদের মধ্যে দু’জন করোনা পজিটিভ ও চার জনের উপসর্গ ছিল। তারা সবাই ফেনী জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফেনীতে গত ২৪ ঘণ্টায় আরও ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩০.৩৪ শতাংশ। একই সময়ে মারা গেছেন ছয় জন। তাদের মধ্যে দু'জন করোনা পজিটিভ ও চার জনের উপসর্গ ছিল। তারা সবাই ফেনী জেনারেল হাসপাতালের কোভিড ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইকবাল হোসেন ভূঞা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দু'জন কোভিড পজিটিভ ও ৪ জন উপসর্গসহ মোট ছয় জন মারা গেছেন। এদিকে হাসপাতালের ৩০ শয্যার কোভিড ডেডিকেটেড ইউনিটে রোগী ভর্তি আছেন ১১৩ জন। তাদের মধ্যে কোভিড পজিটিভ ৩৮ জন। উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৭৫ জন। ১০৮ জনকে অক্সিজেন সেবা দিতে হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ বুধবার পর্যন্ত ফেনী জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৮৫ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩২ হাজার ২৬৪ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৯ জন। জেলায় একজন কর্মরত সিভিল সার্জনসহ ৯৫ মারা গেছেন জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন করোনা পজিটিভ রোগী ভর্তি আছেন। এর মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৩৮ জন, দাগনভূঁঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন, ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি আছেন। ফেনীর সিভিল সার্জন রফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেন।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

3h ago