অবশেষে শেষ হলো প্রভাসের রাধে শ্যামের শুটিং

অবশেষে প্রভাসের রাধে শ্যামের শুটিং শেষ হয়েছে। ২০১৮ সালে এর শুটিং শুরু হয়েছিল। তবে, ভিএফএক্স কাজ, সেট নির্মাণ এবং লকডাউনের কারণে শুটিং শেষ করতে সময় লাগে এবং তা তিন বছর সময় নেয়।
শিগগির নির্মাতারা রাধে শ্যামের নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
আজ বৃহস্পতিবার রাধে শ্যামের পরিচালক রাধা কৃষ্ণ কুমার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমরা রাধে শ্যামের শুটিং শেষ করেছি। প্রিয় ভক্তদের জন্য আমাদের ভালোবাসা। মহামারি আমাদের কাজের ওপর প্রভাব ফেলেছিল। তবে, এখন আমরা নতুন আপডেটের পথে আছি।'
All done with the last schedule of #RadheShyam … I spread my love to all our darling fans !! This pandemic had a a toll on all our expectations!! An update is on the way
— Radha Krishna Kumar (@director_radhaa) July 28, 2021
১৯৭০-এর ইউরোপের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন- পূজা হেগড়ে, শচীন খেড়েকর, প্রিয়দর্শী পুলিকোন্ডা, ভাগ্যশ্রী, মুরলী শর্মা, কুণাল রায় কাপুর, ঋদ্ধি কুমার, সাশা চেত্রী এবং সত্যেন।
সিনেমাটির দক্ষিণ ভারতীয় ভাষাগুলোর সংগীত রচনা পরিচালনা করেছেন- জাস্টিন প্রভাকরণ এবং এর সিনেমাটোগ্রাফার মনোজ পরমহংস। রাধে শ্যাম সিনেমাটি টি-সিরিজের সহযোগিতায় প্রযোজনা করেছেন ভামশি, প্রমোদ এবং প্রসিধা উপ্পালাপতি।
Comments