অস্ট্রেলিয়ার বিপক্ষেও উপরের দিকে ব্যাট করার ভাবনা মাহমুদউল্লাহর

Mahmudullah
ছবি: ফিরোজ আহমেদ

৯২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে বেশিরভাগ সময়েই লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে দেখা গেছে মাহমুদউল্লাহকে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে তাকে তিন-চারেও নামতে দেখা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষেও নিজেকে উপরে উঠিয়ে আনার কথা ভাবছেন বাংলাদেশ অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে ক্যারিয়ারে আর একবারই উপরে নেমেছিলেন মাহমুদউল্লাহ। ক্যারিয়ারে সবচেয়ে বেশি পাঁচে নেমেছিলেন ৩৪ বার। ৩৩ বার ছয় নম্বরে। ১৭ ম্যাচে সাতে আর এক ম্যাচ খেলেন আটে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিনে নেমে সফল হননি। ১২ বলে ১৫ রান করে আউট হন। পরের ম্যাচে ৫ নম্বরে নেমে ৬ বলে করেন ৪ রান। শেষ ম্যাচে চারে নেমে ২৮  বলে করেন ৩৪।

শেষ দিকে খেলার জন্য নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম পাটোয়ারিরা থাকায় উপরে নামার ভরসা পাচ্ছেন মাহমুদউল্লাহ,  'আমার মনে হয় সোহান, আফিফ শামীমদের সামর্থ্য আছে ফিনিশ করার। তারা সবাই ভালো ছন্দে আছে। আশা করি এই সিরিজে তারা তাদের প্রতিভা আর স্কিলের প্রতি সুবিচার করতে পারবে। টি-টোয়েন্টিতে আমি হয়তবা বেশিরভাগ সময় পাঁচ-ছয়ে ব্যাট করেছি। কিন্তু গত জিম্বাবুয়ে সিরিজে আমি উপরের দিকেও ব্যাট করেছি। সম্ভবত এই সিরিজেও উপরের দিকে ব্যাট করতে হতে পারে। দলের প্রয়োজনে অবদান রাখার চেষ্টা করব।'

মাহমুদউল্লাহর উপরে উঠে আসার চিন্তার পেছনে মিডল অর্ডারে মুশফিকুর রহিমের না থাকাও কাজ করছে। ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও মূলত চারে নামেন মুশফিক। তিনি না থাকায় মিডল অর্ডারের এই ভার পড়ছে অধিনায়ক মাহমুদউল্লাহর উপরই।  

Comments

The Daily Star  | English
Protesting NBR officials observe work abstention

Protesting NBR officials observe work abstention

Tax officials nationwide abstained, demanding NBR autonomy and specific reforms

1h ago