‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’

৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা অক্টোবরে

আগামী ২৯ অক্টোবর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ৩০তম 'নিউইয়র্ক বাংলা বইমেলা'।

আজ মঙ্গলবার মেলার আয়োজক সংস্থা মুক্তধারা ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানানো হয়।

মুক্তধারা নিউইয়র্ক'র কর্ণধার ও নিউইয়র্ক বাংলা বইমেলার প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা এক ইমেল বার্তায় জানিয়েছেন, কোভিড-১৯ এর কারণে এ বছরেও বইমেলার অনুষ্ঠান ভার্চুয়ালি হবে। অনলাইনের পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে সীমিত আয়োজনে বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে।

তিনি জানান, 'বই আমার শক্তি, বই আমার মুক্তি' স্লোগান নিয়ে শুরু হতে যাওয়া এবারের বইমেলার আহ্বায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী। খ্যাতিমান কবি আসাদ চৌধুরী মেলায় উদ্বোধক হিসেবে অংশ নেবেন।

দুই বাংলা ও বহির্বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক লেখক-বুদ্ধিজীবী মেলার অনলাইন কার্যক্রমে অংশ নেবেন বলেও জানিয়েছেন তিনি।

মেলার অনুষ্ঠানমালা মুক্তধারার www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখা যাবে নিউইয়র্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।

অনলাইন অনুষ্ঠানের পাশাপাশি জ্যাকসন হাইটসে মেলায় প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। নিউইয়র্ক সিটির কোভিড-১৯ নীতিমালা মেনে দর্শকরা মেলায় অংশ নিতে পারবেন।

বিশ্বজিত সাহা আরও জানান, এ বছরের বইমেলায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীর পাশাপাশি এই বইমেলার ৩০তম বার্ষিকী উদযাপন করা হবে।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে— স্বাধীনতার ৫০ বছরের মূল্যায়ন, বহির্বিশ্বে অবস্থানরত অভিবাসী বাংলাদেশিদের অবদান ও গত পাঁচ দশকে অভিবাসী লেখকদের সেরা বাংলা বইয়ের পর্যালোচনা।

আগামী ১ নভেম্বর মেলার শেষ দিন মুক্তধারা বাংলা বইমেলার ৩০তম বার্ষিকী উদযাপন করা হবে।

বিগত বছরগুলোর মতো এবারও বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ লেখককে তার সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

3h ago