করোনাভাইরাস

ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৬২, শনাক্তের হার ২.৩১ শতাংশ

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৬২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৫ হাজার ৭৫৭ জন।
ভারতে করোনা পরীক্ষার জন্যে নমুনা সংগ্রহ করা হচ্ছে। ছবি: এএফপি

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫৬২ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ২৫ হাজার ৭৫৭ জন।

একই সময়ে আক্রান্ত আরও ৪২ হাজার ৬২৫ জনকে শনাক্ত করা হয়েছে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ১৭ লাখ ৬৯ হাজার ১৩২ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৪৭ হাজার ৫১৮টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দুই দশমিক ৩১ শতাংশ।

এই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৬ হাজার ৬৬৮ জন। মোট সুস্থ হয়েছেন তিন কোটি নয় লাখ ৩৩ হাজার ২২ জন।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এসব তথ্য জানিয়েছে।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর আছে, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিসগড় ও ওড়িশা।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন ছয় হাজার পাঁচ জন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৬২ লাখ ৫৩ হাজার ৭৪১ জনকে টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৪৮ কোটি ৫২ লাখ ৮৬ হাজার ৫৭০ জনকে টিকা দেওয়া হয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে তিন লাখ ৩৯ হাজার ২৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৬৪ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৪৭ হাজার ৪৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতের আগে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English

Prolonged Middle East conflict to affect Bangladesh: PM

Prime Minister Sheikh Hasina today told parliament that the ongoing conflict in the Middle East, if escalates and gets prolonged, will affect Bangladesh socially, politically, and economically

3h ago