দক্ষিণ এশিয়া

কান্দাহারে ‘সম্ভবত ৮০০-৯০০ জনকে’ হত্যা করেছে তালেবান

তালেবানরা ‘মানবাধিকারে বিশ্বাস করে না’ এবং তারা গত দেড় মাসে কান্দাহার প্রদেশে সম্ভবত আটশ থেকে নয়শ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রদেশটির সাবেক পুলিশ প্রধান এবং হাই কাউন্সিল অব দ্য ন্যাশনাল রিকনসিলিয়েশনের (এইচসিএনআর) সদস্য তাদিন খান।
কান্দাহার বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের টহল। ফাইল ছবি, রয়টার্স

তালেবানরা 'মানবাধিকারে বিশ্বাস করে না' এবং তারা গত দেড় মাসে কান্দাহার প্রদেশে সম্ভবত আটশ থেকে নয়শ জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রদেশটির সাবেক পুলিশ প্রধান এবং হাই কাউন্সিল অব দ্য ন্যাশনাল রিকনসিলিয়েশনের (এইচসিএনআর) সদস্য তাদিন খান।

আজ বুধবার তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছেন আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ।

তাদিন খানের মতে, তালেবানরা জোর করে এই নয়শ জনকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে।

তাদিন খান বলেন, 'তারা সম্ভবত গত দেড় মাসে আটশ থেকে নয়শ জনকে হত্যা করেছে। অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে। বোল্ডাকে (কান্দাহারের স্পিন বোল্ডক জেলা) যে বর্বরতা ঘটেছে তা ক্ষমার অযোগ্য।'

আফগান ইন্ডিপেনডেন্ট হিউম্যান রাইটস কমিশনের (এআইএইচআরসি) প্রধান শাহরজাদ আকবর বলেন, 'বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করা উচিত নয়, এটি যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘন।'

আফগানিস্তানের সংসদ সদস্য আরিফ রহমানি বলেন, 'তারা অনেক বেসামরিক নাগরিককে হত্যা করেছে।'

হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে বলেছে, তালেবানরা গজনি, কান্দাহার এবং অন্যান্য আফগান প্রদেশে অগ্রসর হচ্ছে। তারা আফগান সরকারের সঙ্গে যুক্ত আটক সেনা, পুলিশ এবং বেসামরিক নাগরিকদের হত্যা করেছে।

সংস্থাটির কর্মকর্তা প্যাট্রিসিয়া গসম্যান বলেন, 'সংক্ষিপ্তভাবে হেফাজতে থাকা কাউকে হত্যা করা (বেসামরিক বা যোদ্ধা হোক) জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ। এ ধরনের নৃশংসতার ওপর তদারকি করা তালেবান কমান্ডাররাও যুদ্ধাপরাধের জন্য দায়ী।'

তবে, এই অভিযোগ অস্বীকার করেছে তালেবান।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

19m ago