পদ্মা সেতুর পিলারে আবারো ফেরির ধাক্কা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে চলাচলকারী ‘কাকলী ফেরি’। ১৩ আগস্ট ২০২১। ছবি: স্টার

মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটগামী 'কাকলী ফেরি' পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে পাইল ক্যাপে ধাক্কা দিয়েছে।

আজ শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ফেরির ইনল্যান্ড মাস্টার অফিসার মো. বাদল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'যাত্রী ও যানবাহন নিয়ে সকাল ৬টায় বাংলাবাজার ঘাট থেকে রওয়ানা হই। নির্ধারিত পথ পদ্মা সেতুর ১১ ও ১২ নম্বর পিলারের মাঝ দিয়ে যাওয়ার সময় তীব্র স্রোত ও বাতাসের কারণে ফেরিটি ১০ নম্বর পিলারের পাইল ক্যাপে ধাক্কা লাগে।'

'ফেরিতে অল্প ফাটল ধরেছে' উল্লেখ করে তিনি আরও বলেন, 'এতে যাত্রী ও যানবাহনের কোনো ক্ষতি হয়নি।'

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের ডেইলি স্টারকে বলেন, 'জেনেছি পদ্মাসেতুর পিলারের পাইল ক্যাপের কোনো ক্ষতি হয়নি।'

এর আগে গত ২০ জুলাই রো রো ফেরি শাহ মখদুম, ২৩ জুলাই শাহ জালাল ফেরি ও ৯ আগস্ট বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

Comments