বিমান থেকে পড়ে আফগান ফুটবলারের মৃত্যু

তালেবানের উত্থানের পর আফগানিস্তান ছাড়তে মরিয়া হয়ে উঠেছেন দেশটির অনেক নাগরিকই। কাবুল বিমানবন্দরের মার্কিন সেনাদের বিমানে চেপে দেশ ছেড়েছেন অনেকেই। অনেকে চেষ্টা করেও পারেননি। প্রাণ বাঁচাতে বিমানের ল্যান্ডিং গিয়ার আঁকড়ে দেশ ছাড়তে চেয়েছিলেন ১৭ বছর বয়সী ফুটবলার জাকি আনওয়ারিও। কিন্তু শেষ রক্ষা হয়নি তার। বিমান থেকে পড়ে মারা যান এ আফগানী।

সোমবার কাবুল বিমানবন্দরে মার্কিন সেনার সি-১৭ সামরিক উড়োজাহাজ থেকে পড়ে মারা গিয়েছেন অনেকেই। মৃতদের এ তালিকায় আফগানিস্তানের বয়ঃভিত্তিক জাতীয় দলের এ প্রতিভাবান ফুটবলারও রয়েছেন তা নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা আরিয়ানা। এ ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আফগানিস্তানের জেনারেল ডিরেক্টর অফ স্পোর্টসও।

সি-১৭ সামরিক বিমান কাবুল বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই হাজার হাজার আফগানী তাতে ওঠার জন্য ভিড় করেন। বিমান রানওয়ে ধরে চলতে শুরু করার পরও তার সঙ্গে দৌড়াচ্ছিলেন সবাই। দরজা আঁকড়ে এমনকি ডানা ও চাকার ওপর ওঠার চেষ্টা করতে দেখা গিয়েছিল অনেককে। ল্যান্ডিং গিয়ার বন্ধ করার সময় আনওয়ারির শরীর দুই টুকরো হয়ে গেলে তার একটি অংশ নিচে পড়লে অপর অংশ থেকে যায় সেখানেই।

ল্যান্ডিং গিয়ার বন্ধ করতে সমস্যা হওয়ায় পরে কাতারের আল উদেইদ এয়ারবেসে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিলেন পাইলট। তখন ল্যান্ডিং গিয়ারে একজনের দেহাবশেষ পাওয়া যায়। সে খবর আগেই জানিয়েছিল মার্কিন বিমানবাহিনী। পরে জানা গেছে দেহাবশেষ আনওয়ারির।

গত রোববার তালেবানরা আফগানিস্তানের রাজধানী দখল করে নেয়। এরপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয় কাবুল জুড়ে। হাজার হাজার মানুষ ভিড় করতে শুরু করেন কাবুল বিমানবন্দরে। যে কোনো মূল্যে দেশ ছেড়ে পালিয়ে বাঁচতে চেষ্টা করেন আফগানরা। যে কারণে বিমানের ল্যান্ডিং গিয়ারে (চাকা) কোনো রকমে ঝুলে দেশ ছাড়তে মরিয়া হয়ে যান তারা। তার খেসারতই দিতে হয় আনওয়ারিকে।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago