উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মারা গেছেন

ভারতের উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানাতে উত্তর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করবে রাজ্যটির সরকার।
কল্যাণ সিং। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানাতে উত্তর প্রদেশে তিন দিনের শোক ঘোষণা করবে রাজ্যটির সরকার।

উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, কল্যাণ সিংকে শ্রদ্ধা জানাতে আজ রাতে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা আছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

যোগী আদিত্যনাথ বলেন, তার মরদেহ প্রথমে তার বাসভবনে, তারপর আগামীকাল বিধানসভা ও বিজেপি কার্যালয়ে নিয়ে যাওয়া হবে। যেন মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারে। আগামীকাল সন্ধ্যায় তার মরদেহ আলীগড়ে এবং তারপরে ২৩ আগস্ট আত্রাউলিতে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও জানান, ২৩ আগস্ট সন্ধ্যায় কল্যাণ সিংয়ের শেষকৃত্য নারোরায় গঙ্গার তীরে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ২৩ আগস্ট সরকারি ছুটি থাকবে।

মৃত্যুকালে কল্যাণ সিংয়ের বয়স হয়েছিল ৮৯ বছর এবং তাকে গত ৪ জুলাই গুরুতর অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সঞ্জয় গান্ধী স্নাতকোত্তর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (এসজিপিজিআই) ভর্তি করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, বাবরি মসজিদ ভাঙার সময়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং। ওই ঘটনার পরপরই তিনি পদত্যাগ করেছিলেন। দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হন ১৯৯৭ সালে। ১৯৯৯ সালে বিজেপি তাকে সরিয়ে দিলে বিজেপি ছেড়ে তিনি নিজের একটি দল তৈরি করেন। ২০০৪ সালে তিনি আবার বিজেপিতে যোগ দেন। ২০০৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে আবার বিজেপি ছাড়েন। ২০১৪ সালে আবারও বিজেপিতে যোগ দেন। পরে রাজস্থানের রাজ্যপাল হন। 

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

5h ago