ভিনিসিয়ুসের আরও অনেক বেশি গোল করা উচিত: আনচেলত্তি

ছবি: টুইটার

লেভান্তের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি নেমে দুবার রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরানো ভিনিসিয়ুস জুনিয়র ভাসলেন কোচের প্রশংসায়। ম্যাচের পর কার্লো আনচেলত্তি জানালেন, তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছ থেকে বেশি বেশি গোল প্রত্যাশা করেন তিনি।

রবিবার রাতে লেভান্তের মাঠে স্প্যানিশ লা লিগার নাটকীয় ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল। শুরুতেই লস ব্লাঙ্কোসরা এগিয়ে গিয়েছিল গ্যারেথ বেলের গোলে। বিরতির পর ১১ মিনিটের মধ্যে দুবার লক্ষ্যভেদ করে লিড নেয় স্বাগতিকরা। ৭৩তম মিনিটে ম্যাচের স্কোরলাইন ২-২ করেন ভিনিসিয়ুস। ছয় মিনিট পর ফের এগিয়ে যায় লেভান্তে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে আবার সমতা টেনে দলকে পয়েন্ট পাইয়ে দেন ভিনিসিয়ুস।

ফিনিশিংয়ে দুর্বলতার কারণে সমালোচনা ২১ বছর বয়সী ভিনিসিয়ুসের নিত্যসঙ্গী। ২০১৮-১৯ মৌসুমে রিয়ালে যোগ দিয়ে লা লিগায় মাত্র ২ গোল করেন তিনি। লিগের পরের আসরে তিনি জালের ঠিকানা খুঁজে পান তিনবার। সবশেষ মৌসুমের লা লিগাতেও তিনি গোল করেন ৩টি। তবে এবার লিগের প্রথম দুই ম্যাচেই ৩ গোল পেয়ে গেছেন ভিনিসিয়ুস। আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে রিয়ালের ৪-১ ব্যবধানে জয়েও লক্ষ্যভেদ করেছিলেন তিনি।

শিষ্যের দক্ষতা নিয়ে কোনো সংশয় নেই রিয়াল কোচ আনচেলত্তির। তবে ভিনিসিয়ুসের শীর্ষ পর্যায়ের গোলদাতা হয়ে ওঠার নিশ্চয়তা দিতে পারছেন না তিনি, 'ভিনিসিয়ুস জুনিয়র অনেক দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। তার গোল করা উচিত। কিন্তু সে দারুণ একজন গোলদাতা হবে কিনা তা আমি নিশ্চিত না। তার যে দক্ষতা রয়েছে, তার আরও অনেক বেশি গোল করা উচিত।'

দুই ম্যাচেই বদলি হিসেবে খেলেছেন ভিনিসিয়ুস। ছন্দে থাকায় তাকে শুরু থেকে খেলানো হবে কিনা এমন প্রশ্নে আনচেলত্তির জবাব, 'ভিনিসিয়ুস আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। মাঝেমাঝে ম্যাচের শুরুর একাদশে থাকার চেয়ে গোল করা অনেক বেশি জরুরি। সে শুরু থেকে মাঠে থাকবে কিনা সেটা বিবেচ্য বিষয় বলে আমি মনে করি না।'

তবে প্রথমার্ধে চালকের আসনে থাকলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের লাগাম হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ, 'পাগলাটে একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে নিয়ন্ত্রণে থাকার পর দ্বিতীয়ার্ধে আমরা দুই পয়েন্ট বিলিয়ে দিয়েছি। এটা ব্যাখ্যা করা কঠিন। আপনাকে অবশ্যই পুরোটা সময় জুড়ে মনোযোগী থাকতে হবে। এমন ফল মেনে নেওয়া কষ্টকর।'

Comments

The Daily Star  | English
judges hammer

Court to deliver verdict on Magura child rape, murder case May 17

Judge M Zahid Hasan of the Magura Women and Children Repression Prevention Tribunal passed the order

12m ago