লতিফুর রহমানের জীবন-মূল্যবোধ নিয়ে ওয়েবসাইট

লতিফুর রহমান

নীতি–নৈতিকতায় আপোষহীন থেকে ব্যবসা পরিচালনার সর্বজনের শ্রদ্ধা কুড়িয়েছেন লতিফুর রহমান। সদ্য স্বাধীন দেশে শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম, মূল্যবোধ আর সততা দিয়ে সফল হয়েছেন তিনি। দেশে দুটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করেছেন। ব্যবসায় নীতি-নৈতিকতা ও সততার জন্য পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। লতিফুর রহমানের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরতে চালু হলো তার নামে একটি ওয়েবসাইট।

আজ শনিবার ছিল ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের ৭৬তম জন্মদিন। দুপুর ১২টার দিকে অনলাইনে এক অনুষ্ঠানে তার নামে (https://www.latifurrahman.com/) ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়। প্রথম আলোর উদ্যোগে ওয়েবসাইটি তৈরি করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন লতিফুর রহমানের বড় মেয়ে ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান।

অনুষ্ঠানে তিনি বলেন, 'আব্বুর কাছে স্মৃতি ধরে রাখা, ডকুমেন্টেশন খুব গুরুত্বপূর্ণ ছিল। তিনি সুযোগ পেলেই ক্যামেরা হাতে ছবি তুলতেন, মঞ্চনাটকের টিকিট, ব্রোশিয়ার জমা করে রাখতেন, চিঠি স্ক্যান করে রাখতেন। তিনি বলতেন, একদিন এগুলো কিছুই থাকবে না, আমরা সবাই চলে যাব, থেকে যাবে শুধু স্মৃতিগুলো।'

সিমিন রহমান বলেন, 'আমি আগে বুঝতাম না কেন উনি এগুলো বলতেন। এখন বুঝি, স্মৃতি কত গুরুত্বপূর্ণ। এসব স্মৃতির মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করি। এ ওয়েবসাইটটি যারা তাকে চেনেন শুধু তাদের জন্য নয়, অপরিচিত যেকোনো মানুষকে উৎসাহ দেবে বলে আমার আশা।' পরবর্তী প্রজন্মের শিল্প উদ্যোক্তারা তার ব্যবসা ও মূল্যবোধ সম্পর্কে জানতে পারবেন বলে আশা করেন সিমিন রহমান।

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, 'লতিফুর রহমান আমাদের চেয়ারম্যান ছিলেন। এখনো তিনি আমাদের মনের গভীরে আছেন। তিনি আমাদের সঙ্গে এখনো আছেন। কারণ, প্রথম আলোর সব সফলতার সঙ্গে তিনি ছিলেন, এখনো আছেন।'

মতিউর রহমান বলেন, 'তার (লতিফুর রহমান) ভাবনা ছিল বাংলাদেশ একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হবে, গণতান্ত্রিক ব্যবস্থা দ্বারা পরিচালিত হবে এবং সে জন্য বাংলাদেশে শক্তিশালী, স্বাধীন গণমাধ্যমের প্রয়োজনয়ীতা রয়েছে। সে ভাবনা থেকেই ডেইলি স্টার ও প্রথম আলোতে তার যুক্ততা। শুরু থেকে শেষ পর্যন্ত তার কাছ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি।' তিনি বলেন, 'লতিফুর রহমানের ভূমিকা, প্রেরণা সব সময় আমাদের অনুপ্রেরণা দেয়। এই ওয়েবসাইটের উদ্বোধনের মধ্য দিয়ে তার প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসাপূর্ণ উপহার উপস্থাপন করলাম। আমাদের সব কাজে লতিফুর রহমানের আদর্শ, লক্ষ্য, নৈতিকতা সমুন্নত রাখব, মনে রাখব, সব কাজে এর প্রতিফলন থাকবে।'

২০১৭ সালে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড পেপসিকোর 'গ্লোবাল বটলার অব দ্য ইয়ার ২০১৬ অ্যাওয়ার্ড' পায়। স্বীকৃতি প্রদান করা সেই অনুষ্ঠানে লতিফুর রহমানের একটি বক্তব্যে ভিডিও ক্লিপ, লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেনের ওপর নির্মিত ডকুমেন্টারি 'ছোটু' ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

Comments

The Daily Star  | English
CAAB pilot licence irregularities Bangladesh

Regulator repeatedly ignored red flags

Time after time, the internal safety department of the Civil Aviation Authority of Bangladesh uncovered irregularities in pilot licencing and raised concerns about aviation safety, only to be overridden by the civil aviation’s higher authorities.

11h ago