বিশ্বকাপ দলে আমার থাকা উচিত না, আমি খেলছি না: তামিম 

Tamim Iqbal

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এই সিদ্ধান্তের কথা বিসিবি সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তামিম বলেন, 'ছোট্ট একটা ঘোষণা আছে। কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও প্রধান নির্বাচক নান্নু ভাইকে আমি ফোন করেছিলাম। ফোন করে আমি কিছু জিনিস শেয়ার করেছি। আমি সবার সঙ্গে এটা শেয়ার করতে চাই। যেটা বলেছি যে, আমার মনে হয় না, আমার বিশ্বকাপ দলে থাকা উচিত। আমি মূলত বিশ্বকাপের জন্য এভেইলেবল না।'

গত ১৭ মাস ধরে বাংলাদেশের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তামিম। গত ৩২ মাসে খেলেছেন কেবল ৩ ম্যাচ। এই না খেলাকে নির্বাচকরা সমস্যা মনে না করলেও তামিম নিজে তা উপলব্ধি করেছেন, 'আমার মনে হয়, গেম টাইম খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অনেকদিন ধরে আমি এই ফরম্যাটটা খেলছি না। দ্বিতীয়ত, হচ্ছে ইনজুরি। আমার মনে হয় না, ইনজুরি অতো বড় সমস্যা। কারণ, আমি আশা করি, বিশ্বকাপের আগেই ঠিক হয়ে যেতাম।'

আরও পড়ুন - অনেক প্রশ্নেও তামিমেই ভরসা নির্বাচকদের?

'এই সিদ্ধান্ত নিতে যে জিনিসটা কাজ করেছে, যেহেতু আমি গত প্রায় ১৫-১৬টা টি-টোয়েন্টি খেলি নাই, ওই সময় আমার জায়গায় যারা খেলেছে, আমার মনে হয় না, এটা ন্যায্য হবে যে, আমি ওদের জায়গা নিয়ে নিব। হয়তো, আমি বিশ্বকাপ দলে থাকতাম, আমি এটা জানি না। মনে করি, আমি থাকতাম। আমার কাছে মনে হয় না, সেটা ন্যায্য হতো। সম্ভবত, বিশ্বকাপে আমাকে আপনারা দেখবেন না। আমি শুভকামনা জানাই।'

বিশ্বকাপ না খেললেও টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না এই তারকা, 'আমি পরিস্কার করে দেই, আমি অবসর নিচ্ছি না। কিন্তু বিশ্বকাপটা আমার খেলা হচ্ছে না। আমার মনে হয়, তরুণ যারা ওপেন করছে, তাদের সুযোগ পাওয়া উচিত। তাদের প্রস্তুতি হয়তো আরও ভালো। আমি মনে করি, দলকে তারা আমার চেয়ে বেটার সার্ভিস দিবে।'

এই সিদ্ধান্ত জানানোর পর তার সঙ্গে গণমাধ্যমকে যোগাযোগ করতেও মানা করলেন তামিম, 'আমি গণমাধ্যমকে অনুরোধ করব, কোনো ফোন করবেন না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই জায়গায় স্থির থাকব। আমার আর নতুন করে কিছু বলার নেই।' 

ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে অনেকদিন ধরেই প্রশ্নবিদ্ধ তামিমের পারফরমান্স। বিশেষ করে, এই সংস্করণে স্ট্রাইক রেটের দাবি কখনোই মেটাতে পারেননি তিনি। সবগুলো বিশ্বকাপ খেলেও মূল পর্বে তার পরিসংখ্যান বেশ নাজুক।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠেয় বিশ্বকাপ থেকে বাঁহাতি ওপেনার তামিম নিজেকে সরিয়ে নেওয়ায় আসরের চূড়ান্ত স্কোয়াডে বাংলাদেশের কারা থাকছেন তা অনেকটাই পরিস্কার হয়ে গেল।

Comments

The Daily Star  | English
Rivers and people in Bangladesh

Of rivers and people

The present leadership must prioritise the development of these two assets of Bangladesh for a sustainable and prosperous future.

6h ago