যুক্তরাষ্ট্র

আকস্মিক বন্যায় নিউইয়র্ক-নিউ জার্সিতে অন্তত ৯ জনের মৃত্যু

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বন্যাকবলিত অঞ্চলে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছেন। বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিউইয়র্কের সড়কে বন্যার পানি। ছবি: রয়টার্স

টর্নেডো আইডার কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, বন্যাকবলিত অঞ্চলে অনেকেই তাদের বাড়ির বেসমেন্টে আটকা পড়েছেন। বন্যার পানিতে ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকেও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নর নিজ নিজ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও একে 'আবহাওয়াজনিত ঐতিহাসিক ঘটনা' হিসেবে উল্লেখ করেছেন।

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে মাত্র এক ঘণ্টার মধ্যে কমপক্ষে আট সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিউইয়র্ক সিটির প্রায় সবগুলো সাবওয়ে লাইন বন্ধ করে দেওয়া হয়েছে এবং জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। স্থগিত করা হয়েছে নিউইয়র্ক ও নিউ জার্সির বেশ কয়েকটি ফ্লাইট ও ট্রেন।

নিউ জার্সির শহর পাসাইকের মেয়র হেক্টর লরা সিএনএনকে জানিয়েছেন, বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির ভেতর থেকে ৭০ বছর বয়সী একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজ্যটিতে আরও একজনের মৃত্যুর খবর জানিয়েছে এনবিসি নিউইয়র্ক।

বার্তাসংস্থা এএফপি জানায়, নিউইয়র্ক সিটিতে দুই বছরের এক শিশুসহ সাত জন মারা গেছেন। তাদের মধ্যে কয়েকজন তাদের বেসমেন্টে আটকা পড়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা গেছে, সাবওয়ে স্টেশন ও মানুষের বাড়িঘর, রাস্তা পানিতে ভেসে গেছে।

নিউইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে বলেন, 'রাতের খাবার খাওয়ার সময় আমি পানির শব্দ শুনতে পাই। আমাদের বাথরুমের শাওয়ার ড্রেন থেকে পানি বের হচ্ছিল। আমি এরপর ইউটিলিটি ঘরের মূল পানির লাইন চেক করতে যাই। ফিরে এসে দেখি লিভিং রুমে এক ফুটের মতো পানি হয়ে গেছে। এত দ্রুত এমনটা ঘটেছে, এটা একেবারেই অবিশ্বাস্য।'

টর্নেডো আইডার প্রভাবে নিউইয়র্ক ও নিউ জার্সিতে আবহাওয়ার এ 'চরম রূপ' দেখা যাচ্ছ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ইতোমধ্যেই নিউইয়র্ক শহর, ব্রুকলিন, কুইনস ও লং আইল্যান্ডের কিছু অংশে 'জরুরি বন্যা পরিস্থিতি' ঘোষণা করা হয়েছে। ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের কয়েকটি অংশে টর্নেডো সতর্কতা ঘোষণা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

8h ago