রাজনীতি

কাদের মির্জা-উপজেলা আ. লীগের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে মুখোমুখি অবস্থানে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ।
আব্দুল কাদের মির্জা। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা পরিচালনা পর্ষদের কমিটি গঠন নিয়ে মুখোমুখি অবস্থানে কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগ।

আগামীকাল রোববার সকালে দুই পক্ষ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা করছে কোম্পানীগঞ্জবাসী।

নোয়াখালী জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খান দ্য ডেইলি স্টারকে জানান, রংমালা বাজারে কোনো পক্ষকেই সভা করতে দেওয়া হবে না। এই কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। রোববার সকালে কোম্পানীগঞ্জে পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোতায়েন থাকবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে প্রশাসন তা কঠোরভাবে দমন করবে।

রংমালা দারুস সুন্নাহ সিনিয়র মডেল মাদ্রাসা সূত্র জানায়, কাদের মির্জার ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল দীর্ঘ ১২ বছর ধরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত জুলাই মাসে ওই কমিটির মেয়াদ শেষ হলে সভাপতি পদে ইস্কান্দার হায়দার চৌধুরীকে বাদ দিয়ে সড়ক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও মিজানুর রহমান বাদলের অনুসারী মাহবুবুর রশিদ মঞ্জুকে আহ্বায়ক প্রস্তাব করে মাদ্রাসা অধ্যক্ষ বোর্ডে প্রস্তাব পাঠানো হয়। গত ২ আগস্ট মাহবুবুর রশিদ মঞ্জুকে মাদ্রাসা পরিচালনা পর্ষদের আহবায়ক পদে অনুমোদন দেয়।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল ৫টার দিকে বসুরহাট পৌরসভার সভাকক্ষে এক বৈঠক থেকে রোববার সকাল ১০টায় উপজেলার রংমালা বাজারে বিক্ষোভ সমাবেশের ডাক দেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। 

অপরদিকে এই ঘোষণার চার ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু ফেসবুক লাইভে এসে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন পক্ষে একই সময়ে বাজারের রংমালা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।

এ প্রসঙ্গে মেয়র আব্দুল কাদের মির্জা দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দলের সভাপতিকে অন্যায়ভাবে রংমালা মাদ্রাসার ম্যানেজিং কমিটি পদ থেকে বাদ দেওয়ায় রংমালা মাদ্রাসার প্রিন্সিপাল আবদুল্লাহ আল মামুনকে কোম্পানীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।'

অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু বলেন, 'নিয়মতান্ত্রিকভাবে রংমালা মাদ্রাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি বাদ হয়েছেন। এক পর্যায়ে আমাকে রংমালার মাদ্রাসার ম্যানেজিং কমিটির আহ্বায়ক করা হয়। আমি প্রথমে এ পদ নিতে অনীহা জানাই। পরে অনেকের অনুরোধ রক্ষা করতে আমি এ পদে এলে কাদের মির্জার গাত্রদাহ শুরু হয়।'

মাদ্রাসা অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন বলেন, 'ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল দীর্ঘ এক যুগেরও বেশি সময় মাদ্রাসার সভাপতির দায়িত্বে ছিলেন। বিভিন্ন কারণে ও মাদ্রাসার উন্নয়নের স্বার্থে মাহবুবুর রশিদ মঞ্জুকে আহ্বায়ক করা হয়েছে।'

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, পাল্টাপাল্টি কর্মসূচির বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দুই গ্রুপ নিজ নিজ সভা করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন। এই নিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে।

আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্বের জেরে গত আট মাস ধরে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ দুই গ্রুপের সংঘর্ষে দুই শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন এবং স্থানীয় এক সাংবাদিকসহ দুজন নিহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

6h ago