ভুল কম দেখে ভালোর দিকে তাকান: সাকিব

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ দুটি টি-টোয়েন্টি সিরিজে জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সামনেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেটার সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুতি যথার্থ হয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়ের দোলাচল। তবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান অস্বস্তির কাঁটা সরিয়ে রেখে তাকাতে বললেন অর্জিত সাফল্যের দিকে।

ঘরের মাটিতে অনভিজ্ঞ নিউজিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারানোর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। দুই দলকেই এই সংস্করণে প্রথমবারের মতো হারানোর স্বাদ নেয় রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। তবে উইকেট মন্থর ও অতি টার্নিং হওয়ায় সাফল্য নিয়ে শতভাগ উচ্ছ্বসিত হওয়া হয়ে পড়ছে দুরূহ! বাংলাদেশের বোলাররা সহায়ক উইকেটে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের উপর তোপ দেগেছেন প্রায় সব ম্যাচেই। কিন্তু তাতে বিশ্বকাপের জন্য উপযুক্ত প্রস্তুতি হয়েছে কিনা অথবা ঘাটতিগুলো চিহ্নিত করে দূর করার প্রয়াস পাওয়া গেছে কিনা তা প্রশ্নবিদ্ধ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাটিংয়ের জন্য ভালো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা করে অসহায় আত্মসমর্পণ। ফলে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে সংশয়ের মাত্রা বেড়েছে আরও।

সাকিব অবশ্য এসব ভাবনাকে ইতিবাচকভাবে নিচ্ছেন না। রবিবার ডিবিএল সিরামিকসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিয়েছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। রাজধানীর একটি অভিজাত হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি পরামর্শ দিয়েছেন মনোভাব বদলের।

'দেখুন আপনি যদি ভুল ধরতে চান, যেকোনো জিনিসেরই ভুল ধরা সম্ভব। তাই ভুলটা একটু কম দেখে, ভালোর দিকে যদি তাকান, তাহলে অনেক ভালো কিছু দেখতে পাবেন। আপনার দেখার দৃষ্টিটা আসলে কেমন সেটা বুঝতে হবে।'

টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সফলতম বছর পার করছে বাংলাদেশ। ২০২১ সালে ১৬ ম্যাচ খেলে নয়টিতে জিতেছে মাহমুদউল্লাহর দল। এই সংস্করণের শীর্ষ অলরাউন্ডার সাকিবের মতে, কয়েকজনের অবদানে নয়, দলের সবার পারফরম্যান্সেই আসছে সাফল্য।

'আমার কাছে মনে হয়, সব ক্রিকেটার কম-বেশি পারফরম্যান্স করছে এবং একটা দল হিসেবে আমরা খেলতে পারছি। এটাই জেতার বড় কারণ।'

অনুষ্ঠানে সাকিব ছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ, ভাইস-চেয়ারম্যান এম. এ. রহিম, ডিএমডি অ্যান্ড গ্রুপ সিইও এম. এ. কাদের, ডিবিএল সিরামিকসের জেনারেল ম্যানেজার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাগণ।

ওয়াহেদ জানান, 'বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিব আল হাসানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত ও গর্বিত। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের মতো দেশের সিরামিকস বাজারেও ডিবিএল সিরামিকস তার ক্রেতাদের মাঝে আস্থাশীল অবস্থান সবসময় বজায় রাখবে বলে আমি বিশ্বাস করি।'

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

15h ago