বৈঠকে সামগ্রিক পরিস্থিতি, করণীয় ও সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলেছি: ফখরুল

দলের কর্মপন্থা ঠিক করতে আয়োজিত তৃতীয় দিনের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করণীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলেছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

দলের কর্মপন্থা ঠিক করতে আয়োজিত তৃতীয় দিনের বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করণীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলেছি।'

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত বৈঠকের পর রাতে তিনি দ্য ডেইলি স্টারকে এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, 'দলের কর্মকৌশল ঠিক করতে মাঠ পর্যায়ের নেতাদের মতামতও নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।'

আজ তিনটি ধারাবাহিক সভা শেষ হলো উল্লেখ করে তিনি বলেন, 'আগামী শনিবার স্থায়ী কমিটির মিটিং আছে। ওই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব, আরও কয়েকটি সভা করব কি না। কারণ আমাদের এখনো কিছু কার্যনির্বাহী সদস্যের সঙ্গে মতবিনিময় বাকি রয়েছে। তাদের নিয়ে এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট-সেক্রেটারিদের নিয়ে মিটিং করার কথা আছে।'

'আমরা হয়তো সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নেব। পরে পেশাজীবীদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠকে যদি সিদ্ধান্ত হয় পরবর্তীতে এসব মিটিংগুলো আমরা করব।'

মির্জা ফখরুল বলেন, 'আমাদের এসব ধারাবাহিক বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, কী করণীয় এবং আমাদের সাংগঠনিক অবস্থা নিয়ে কথা বলেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এসব বৈঠকে সভাপতিত্ব করেছেন এবং নেতাদের মতামত শুনেছেন।'

তিনটি মিটিংয়ে কী কী পরামর্শ এসেছে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'এটা সময়মতো জানতে পারবেন। আমরা আমাদের প্রয়োজনেই তখন আপনাদের জানাব।'

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিকেল ৪টা থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে চার ঘণ্টা এই বৈঠক হয়। গত রোববার এই বৈঠক শুরু হয়েছিল। যা আজ বৃহস্পতিবার শেষ হলো। এই তিন দিনে বিএনপির ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলী ও শেষ দিন দলের অঙ্গসংগঠনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে নেতাদের মতামত জানতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বৈঠক ডাকেন।

তারেক রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবারের বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এটি তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৫০২ জন। 

Comments

The Daily Star  | English

Hamas says it accepts ceasefire proposal of Egypt, Qatar

Hamas on Monday agreed to a ceasefire proposal in the seven-month-old war with Israel in Gaza, hours after the Israeli military told residents to evacuate some parts of Rafah, which has been sheltering more than a million displaced people

Now