রোহিতই সম্ভাব্য অধিনায়ক, সহকারী হচ্ছেন কে?

Rohit Sharma

আগামী বিশ্বকাপ শেষে ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্ব আর করবেন না বিরাট কোহলি। সামাজিকমাধ্যমের বরাতে আগের দিন জানিয়ে দিয়েছেন এ কথা। এ সংস্করণে নতুন অধিনায়ক যে রোহিত শর্মাই হচ্ছেন তা নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন না দেশটির সাবেক ক্রিকেটার মদন লাল। তবে মূল আলোচনা রোহিত সহকারী হচ্ছেন কে?

ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, 'পরের অধিনায়ক রোহিত শর্মা। এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য রয়েছে। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কী ভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে।'

এমনিতেও টি-টোয়েন্টিতে বড় টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে সাফল্যের বিচারে কোহলির চেয়ে অনেক এগিয়ে আছেন রোহিত। ২০১৮ সালে নিদহাস ট্রফি ও এশিয়া কাপে রোহিতের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। অন্যদিকে, লম্বা সময় নেতৃত্ব দিলেও কোহলির সাফল্য নেই বললেই চলে। পাশাপাশি আইপিএলের পারফরম্যান্সও অধিনায়কত্ব নিয়ে যোগায় আলোচনার খোরাক। মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি শিরোপা এনে দিয়েছেন রোহিত। বিপরীতে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে এখনো ট্রফি উঁচিয়ে ধরা হয়নি অধিনায়ক কোহলির।

তাই আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সবমিলিয়ে রোহিত যে সংক্ষিপ্ত সংস্করণে অধিনায়কত্ব পেতে যাচ্ছেন তা বলে দেওয়া যায়। তবে সহ-অধিনায়ক কে হবেন এ নিয়ে চলছে জোর গুঞ্জন। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ নিয়ে নানা সংবাদ প্রকাশ করছে। তাদের তালিকায় এগিয়ে আছেন রিসভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও লোকেশ রাহুল। ধারণা করা হচ্ছে সহ অধিনায়কের নাম ঘোষণা করার জন্য বিসিসিআই তাড়াহুড়া করতে রাজি নয়। বিশ্বকাপের শেষেই সহ অধিনায়কের নাম ঘোষণা করা হবে।

আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক পান্ত। অন্যদিকে রাহুল পঞ্জাব কিংসের অধিনায়ক। তাই এবারের আইপিএল তাদের দুইজনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এ আসরের পারফরম্যান্সই বলে দিতে পারে কে হতে যাচ্ছেন রোহিতের সহকারী। বুমরাহ অবশ্য সে অর্থে অনভিজ্ঞ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তারও সুযোগ রয়েছে বলে সংবাদ প্রকাশ পেয়েছে ভারতীয় গণমাধ্যমে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

39m ago