করোনাভাইরাস

ফরিদপুর করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় মৃত্যু ২, শনাক্ত ১৩.৭৭ শতাংশ

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। তাদের একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং একজনের উপসর্গ ছিল।
স্টার অনলাইন গ্রাফিক্স

ফরিদপুরে করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২ জন মারা গেছেন। তাদের একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং একজনের উপসর্গ ছিল।

একই সময়ে ৩০৫টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আজ শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'গত ২৪ ঘণ্টায় যারা মারা যাওয়া দু'জন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের জনের মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন এবং একজনের উপসর্গ ছিল।'

তিনি আরও বলেন, 'গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ১২ জন ভর্তি হয়েছেন। করোনা ডেডিকেটেড হাসপাতালটিতে বর্তমানে ৭০ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা পজিটিভ ৪৬ জন।'

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ৩০৫ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে পিসিআর ল্যাবের মাধ্যমে ফরিদপুরে মোট ২১ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হলো।'

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

20m ago