পাকিস্তানে ইংল্যান্ডের সফর নিয়েও শঙ্কা

england vs pakistan
ছবি: রয়টার্স

প্রথম ওয়ানডে খেলতে নামার আগে শেষ মুহূর্তে নিউজিল্যান্ড নিরাপত্তা ঝুঁকিতে পাকিস্তান সিরিজ স্থগিত করায় অস্বস্তি আরও বাড়তে পারে পাকিস্তানের। অক্টোবরে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের। সেই সফরও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

শুক্রবার রাওয়ালপিন্ডিতে শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। তিন ওয়ানডের পর পাঁচটি টি-টোয়েন্টিও খেলার কথা ছিল তাদের। কিন্তু প্রথম ম্যাচের দিন সকালেই নাটকীয়ভাবে মোড় নেয় পরিস্থিতি। নিউজিল্যান্ড ক্রিকেট জানায়, পাকিস্তানে নিরাপত্তার ব্যাপারে সতর্কতা সংকেত পেয়েছেন তারা। এদের সিরিজ বাতিল করে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তাদের দল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিউজিল্যান্ডের জাসিডা আর্ডেনের সঙ্গে কথা বলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। হতাশা জানিয়ে বিবৃতি দেয় পাকিস্তান।

নিউজিল্যান্ডের এভাবে সফর বাতিল করা পর্যবেক্ষণ করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের মতো নিরাপত্তা বিষয়ে সতর্কতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখে তারা। এবং একই সংস্থার কাছ থেকে নিরাপত্তা বিষয়ে পরামর্শ নিয়ে থাকে তারা।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে ইসিবির এক মুখপাত্র জানান, পরিস্থিতির উপর নজর আছে তাদের। এক-দুই দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবেন তারাও, ' নিউজিল্যান্ডের সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়ে আমরা অবগত। আমাদের নিরাপত্তা দলের সঙ্গে কথা বলছি যারা এখন পাকিস্তানে আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেব।'

নিউজিল্যান্ডের পথে ইংল্যান্ডও হাঁটলে বড় ধাক্কা খাবে পাকিস্তান। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার পর দেশটিতে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিল। গত তিন বছর ধরে তাদের দেশে ফের নিয়মিত হতে শুরু করেছিল আন্তর্জাতিক ম্যাচ।

তবে নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলগুলো অপেক্ষায় ছিল পাকিস্তান সফরের। ১৮ বছর পর নিউজিল্যান্ড ও ১৬ বছর পর ইংল্যান্ডের খেলার কথা ছিল পাকিস্তানে। সব কিছু ঠিক থাকলেও নিউজিল্যান্ডের সিরিজ বাতিল পাকিস্তানের নিরাপত্তা ইস্যুকে নতুন মাত্রা দিল। পাকিস্তানের প্বাশবর্তী দেশ আফগানিস্তানে তালেবান গোষ্ঠী ক্ষমতায় আসার পর এই ধরণের পরিস্থিতি তৈরি হয়েছে কিনা তাও আছে আলোচনায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর দিয়েই প্রস্তুতি শুরু করতে চেয়েছিল নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুদলই। তাদের সেই প্রস্তুতির রূপরেখাতেও বাধা পড়ল।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

4h ago