পিএসজিতে মেসির বেতন-ভাতার খুঁটিনাটি প্রকাশিত

৩০ মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিতে বার্ষিক আরও ১ মিলিয়ন ইউরো পাবেন মেসি।
ছবি: টুইটার

বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্কের ইতি টেনে পিএসজিতে নাম লেখানো লিওনেল মেসি ফরাসি ক্লাবটিতেও পাচ্ছেন বিপুল অঙ্কের বেতন। ক্রীড়া বিষয়ক ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, ট্যাক্স কাটার পর প্রথম দুই মৌসুমের প্রতিটিতে আর্জেন্টাইন মহাতারকা পারিশ্রমিক হিসেবে তুলবেন ৩০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩০০ কোটি ১৮ লক্ষ টাকার বেশি।

শনিবার লেকিপ তাদের প্রতিবেদনে বলেছে, ৩০ মিলিয়ন ইউরো বেতনের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সিতে বার্ষিক আরও ১ মিলিয়ন ইউরো পাবেন মেসি।

বার্সার সঙ্গে চুক্তির প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর গত ১০ অগাস্ট জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসি যোগ দেন পিএসজিতে। দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে দুই বছরের জন্য। অর্থাৎ আগামী ২০২৩ সাল পর্যন্ত পার্ক দে প্রিন্সেসের দলটিতে থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে। ওই মৌসুমে প্যারিসে থাকলে মেসির বেতন বাড়ানো হবে আরও ১০ মিলিয়ন ইউরো। অর্থাৎ তৃতীয় মৌসুমে তিনি পাবেন ৪০ মিলিয়ন ইউরো।

পিএসজিতে তিন মৌসুম পূর্ণ করলে লয়্যালটি বোনাসও মিলবে ৩৪ বছর বয়সী মেসির। ফলে রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড বেতন-ভাতা হিসেবে সবমিলিয়ে পকেটে পুরবেন ১১০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১১১০ কোটি টাকারও বেশি।

লেকিপ আরও জানিয়েছে, ব্রাজিলিয়ান তারকা নেইমারও পিএসজিতে মেসির সমপরিমাণ বেতন পেয়ে থাকেন। তবে বিশ্বকাপ জয়ী ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপের বেতন তুলনামূলক বিচারে বেশ কম। ট্যাক্স কাটার পর তার বেতন দাঁড়ায় ১২ মিলিয়ন ইউরো।

পিএসজিতে মেসির শুরুটা আশানুরূপ হয়নি। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে গোলের দেখা পাননি তিনি। গত ২৯ অগাস্ট নতুন ক্লাবের জার্সিতে অভিষেক হয় তার। ফরাসি লিগ ওয়ানে রাঁসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে খেলতে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে প্যারিসিয়ানরা জেতে ২-০ গোলে।

তবে পিএসজির হয়ে প্রথমবার মূল একাদশে মাঠে নামাকে স্মরণীয় করে রাখতে পারেননি মেসি। উল্টো সমালোচনার তীরে বিদ্ধ হতে হয়েছে তাকে। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ বেলজিয়ামের ক্লাব ব্রুজের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে পিএসজি। পুরো সময় মাঠ থাকলেও নিশানা ভেদ করতে ব্যর্থ হন মেসি। ফাউল করায় দ্বিতীয়ার্ধে তাকে দেখতে হয় হলুদ কার্ডও।

Comments

The Daily Star  | English

Love road at Mirpur: A youthful street

Certain neighbourhoods in Dhaka have that one spot where people gather to just sit back and relax. For Mirpur, it’s the frequently discussed street referred to as “Love Road”.

2h ago