নভেম্বরে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট

দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
ছবি: সংগৃহীত

দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বাংলাদেশের প্রথম এয়ারলাইন্স হিসেবে ইউএস-বাংলা এই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

আগামী নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে প্রাথমিকভাবে সপ্তাহে চারদিন ঢাকা-মালে-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা। ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, খুব শিগগিরই কলম্বো, জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছে।

Comments

The Daily Star  | English

Taka to trade more freely by next month

Bangladesh will introduce a crawling peg system by next month to make the exchange rate more flexible and improve the foreign currency reserves, a key prescription from the International Monetary Fund.

6h ago