ভারত

ভারত ২৪ ঘণ্টায় শনাক্ত হার ১.৬৯ শতাংশ

ভারত গত ২৪ ঘণ্টায় আরও ২৬,৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১৫,৯২,৩৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের গার ১.৬৯ শতাংশ। যা গতকালের থেকে ৩.৩ শতাংশ বেশি।
ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারত গত ২৪ ঘণ্টায় আরও ২৬,৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ১৫,৯২,৩৯৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের গার ১.৬৯ শতাংশ। যা গতকালের থেকে ৩.৩ শতাংশ বেশি।

একইসময়ে ভারতে ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। ফলে, দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা হলো ৪,৪৫,৭৬৮ জন।

আজ বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হওয়া ৫ রাজ্য হলো কেরালায় ১৫,৭৬৮ জন, মহারাষ্ট্রে ৩,১৩১ জন, তামিলনাড়ুতে ১,৬৪৭ জন, মিজোরামে ১,৩৫৫ জন এবং অন্ধ্র প্রদেশে ১,১৭৯ জন।

নতুন শনাক্তদের মধ্যে এই ৫ রাজ্য থেকে প্রায় ৮৫.৬ শতাংশ রিপোর্ট করা হয়েছে। যেখানে নতুন শনাক্তের ৫৮.৪৮ শতাংশের জন্য কেরালা দায়ী।

গত ২৪ ঘণ্টায় কেরালায় সর্বোচ্চ ২১৪ জনের মৃত্যু হয়েছে, এরপর মহারাষ্ট্রে ৭০ জনের মৃত্যু হয়েছে।

ভারতে সুস্থতার হার ৯৭.৭৭ শতাংশে দাঁড়িয়েছে।  

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

1h ago