করোনাভাইরাস

মানিকগঞ্জে ৩০ মিনিটের ব্যবধানে একজনকে ২ ডোজ টিকা

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক নারীকে ৩০ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।
মানিকগঞ্জ
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জের হরিরামপুরের কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক নারীকে ৩০ মিনিটের ব্যবধানে ২ ডোজ টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

ওই নারীর নাম রোকেয়া বেগম (৪০) । তিনি মালুচী গ্রামের সাদেক মোল্লার স্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সারাদেশে ৭৫ লাখ টিকাদান কর্মসূচীর আওতায় মানিকগঞ্জের সব ইউনিয়ন ও পৌরসভায় টিকা দেওয়া হয়েছে।

রোকেয়া বেগম বলেন, 'সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক মেয়ে বাম হাতে টিকা দেয়। আধাঘণ্টা পর সে আবারও টিকা দেয়। আমি মনে করেছি ২ বার টিকা নেওয়া লাগে। এখন সবাই কইতেছে সমস্যা হইবো। ভয় লাগতাছে।'

কাঞ্চনপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রমের দায়িত্বে থাকা ইউনিয়নের স্বাস্থ্য সহকারী গাজী আল মামুন কনক ২ ডোজ টিকা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আকন্দ দ্য ডেইলি স্টারকে বলেন, 'হয়তো ভিড়ের মাঝে ভুলে ২ ডোজ দেওয়া হয়েছে। টিকা গ্রহণকারীকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর পরামর্শ দিয়েছি। তাকে যথাযথ সেবা দিতে সেখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ফোনে নির্দেশনা দিয়েছি।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank hikes policy rate by 50 basis points to 8.5%

Bangladesh Bank today raised the policy rate by 50 basis points to 8.5 percent to bring down the runaway inflation

41m ago