প্রাকৃতিক দুর্যোগ

সামান্য বৃষ্টিতে খুলনা নগরজুড়ে জলাবদ্ধতা

সামান্য বৃষ্টিতে খুলনা মহানগরের বেশিরভাগ সড়ক ডুবে গেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সামনে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
সামান্য বৃষ্টিতে আজ খুলনার রয়েল মোড়ের সামনের সড়ক ডুবে যায়। ছবি: স্টার

সামান্য বৃষ্টিতে খুলনা মহানগরের বেশিরভাগ সড়ক ডুবে গেছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, অলি-গলি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিপণী বিতানের সামনে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

আজ বুধবার নগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, অধিকাংশ রাস্তা পানির নিচে। ড্রেনের ময়লা পানি উপচে রাস্তায় চলে এসেছে।

নগরীর শিববাড়ি মোড়, রয়েল মোড়, ময়লাপোতা, ডাকবাংলা, রূপসা ফেরিঘাট, বয়রা বাজার, নতুন রাস্তা মোড়, বাস্তব হারা কলোনিসহ নগরীর দুই-তৃতীয়াংশ এলাকা ডুবে যায় আজকের বৃষ্টিতে।

খুলনা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আমিরুল আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, আজ দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত খুলনা নগরীতে মোট ৪০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস সূত্র জানায়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে খুলনায় গড় বৃষ্টিপাত ছিল ১৭২ সেন্টিমিটার। আর, ২০১৯ সালের সেপ্টেম্বরের গড় ছিল ২৮৩ সেন্টিমিটার।

সামান্য বৃষ্টিতে আজ খুলনা শহরের বেশিরভাগ সড়ক ডুবে যায়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। ছবি: স্টার

জানতে চাইলে খুলনা সিটি করপোরেশনের প্রধান পরিকল্পনাবিদ আবিরুল জব্বার বলেন, 'নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ৮২৩ কোটি টাকার প্রকল্প জানুয়ারি মাস থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। প্রকল্পটি শেষ হতে ২০২৩ সালের জুন পর্যন্ত সময় লাগবে। নগরবাসীকে এ সময়কাল পর্যন্ত ধৈর্য ধরতে হবে।'

এ প্রকল্পের আওতায় নগরীর ড্রেন পরিষ্কার করা, ময়ূর নদী খনন ও রূপসায় একটি আধুনিক পাম্প হাউজ নির্মাণ করা হবে। এ পাম্প হাউজ দিয়ে রূপসা থেকে আশপাশের এলাকা হয়ে রয়েল মোড় পর্যন্ত এলাকার পানি টেনে বের করে দেওয়া সহজ হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'খুলনা শহরের আশেপাশে ২২টি খাল উদ্ধারের কাজ চলছে। খালগুলো উদ্ধার হয়ে গেলে হয়তো আর জলাবদ্ধতা হবে না।'

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

3h ago