রাজনীতি

‘সত্যিকারের নির্বাচনের জন্য ২ বছর মেয়াদী জাতীয় সরকার দরকার’

জনগণের সরকার প্রতিষ্ঠায় সত্যিকারের নির্বাচনের জন্য দুই বছর মেয়াদী জাতীয় সরকার দরকার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘সত্যিকারের ভোট হতে হলে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

জনগণের সরকার প্রতিষ্ঠায় সত্যিকারের নির্বাচনের জন্য দুই বছর মেয়াদী জাতীয় সরকার দরকার বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, 'সত্যিকারের ভোট হতে হলে দুই বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে।'

আজ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পরিবর্তনের জন্য জনগণকে রাস্তায় নামার আহবান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'পরিবর্তন দরকার সবকিছুর। সেজন্য রাস্তায় নামতে হবে।'

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সময়ের যুক্তরাষ্ট্র সফরকে উদ্দেশ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'প্রধানমন্ত্রী যে টাকা খরচ করেছেন, এর অর্ধেক টাকা খরচ করলে চট্টগ্রামে জলাবদ্ধতা থাকে না। চট্টগ্রামে ড্রেনে পড়ে যে ৪ জন মারা গেছেন, তাদের জীবনহানি হতো না।'

এছাড়া চট্টগ্রামের রাস্তায় নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূসের ছবি এবং মুক্তিযুদ্ধের সংগঠক জহুর আহমেদ চৌধুরীর ভাস্কর্য না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 'বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে শেখ মুজিবের বিশাল অবদান। এটাকে ছোট করা যাবে না। কিন্তু সারা ‍পৃথিবীতে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস। অথচ চট্টগ্রাম শহরে তার একটা ছবি পর্যন্ত নেই। আমরা এত নিমকহারাম! আমাদের এত ছোট মন!'

এ ছাড়া, সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরোধিতা করে বলেন, 'চট্টগ্রামের ফুসফুসকে ধ্বংস করে হাসপাতাল নির্মাণ করা যাবে না।'

 

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

8m ago