রংপুরে রেকর্ড বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী

রংপুরে রেকর্ড বৃষ্টিতে তলিয়ে গেছে সড়ক। ছবি: সংগৃহীত

টানা ৭ ঘণ্টার বৃষ্টিতে রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই পানিতে একাকার। বাদ পড়েনি বাড়িঘরও। কোথাও কোমর পানি, আবার কোথাও হাঁটু পানি। বাড়ি-ঘরে পানি প্রবেশ করায় নগরীর প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত ৭ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ২২২ মিলিমিটার।

রাতভর অবিরাম বৃষ্টিতে নগরীর জলাবদ্ধতা নিরসনের একমাত্র অবলম্বন শ্যামা সুন্দরী ও কেডি ক্যানেলে পর্যাপ্ত নিষ্কাশন সুযোগ না থাকায় পানিতেই চলছে নগরবাসীর যাতায়াত। নগরবাসী বলছেন, এমন জলাবদ্ধতায় তাদের দুর্দশার শেষ নেই।

সরেজমিনে দেখা গেছে, নগরীর নিচু এলাকায় বেশি পানি প্রবেশ করেছে। বেশিরভাগ রাস্তা ৩-৪ ফুট পানিতে তলিয়ে গেছে। নগরীর সেনপাড়া, নিউ সেনপাড়া, আদর্শপাড়া, বাবুখাঁ, কামার পাড়া, জুম্মাপাড়া, গোমস্তপাড়া, কেরানীপাড়া, আলমনগর, হনুমান তলা, মুন্সিপাড়া, মুলাটোল আমতলা, শালবন, মিস্ত্রিপাড়া, কামাল কাছনা, মাহিগঞ্জ, কলাবাড়ি দর্শনা, মর্ডান মোড়, মেডিকেল পাকার মাথা, জলকর, নিউ জুম্মাপাড়া, খটখটিয়াসহ অন্তত শতাধিক পাড়া-মহল্লার অলিগলিসহ প্রধান সড়কে পানি উঠেছে। নিচু এলাকার বাড়িতে পানি প্রবেশ করায় হাজার হাজার পরিবার ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।

পশ্চিম মুলাটোল এলাকার আশরাফুল আলম বলেন, 'গত বছরের রেকর্ড বৃষ্টিপাত অনেক ক্ষতি করেছিল। সেই থেকে বৃষ্টি এলেই এক অজানা আতঙ্ক কাজ করত, রাতে ঘুম হত না। এ বছরেও গতকালের টানা বৃষ্টিপাতে নির্ঘুম রাত কাটাতে হয়েছে। ঘরে-বাইরে পানি জমে থাকায় বের হওয়া যাচ্ছে না।'

মুন্সিপাড়ার আবু আলম বলেন, 'টানা বৃষ্টিতে দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি কমলেও আকাশ এখনো মেঘাচ্ছন্ন। আবার বৃষ্টি শুরু হলে পরিবার-পরিজন নিয়ে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হবে।'

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি আরও দু'একদিন অব্যাহত থাকতে পারে। এভাবে বৃষ্টি হলে নগরীর বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ার আশঙ্কা আছে। সকাল ৯টা থেকে সোমবার (৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা, এ বছরে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত।

উল্লেখ্য, গত বছরের ২৬ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ২৭ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই রেকর্ড পরিমাণ বৃষ্টিতে পুরো রংপুর নগরী পানির নিচে চলে যায়।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

The meeting will be held tonight at 8:00pm at the State Guest House, Jamuna

1h ago