‘বাবার কোলে বসে জিদ্দী দেখেছি’

‘আমার বাবার জন্মদিন-প্রয়াণদিনের আয়োজন আমরা নীরবে করতেই পছন্দ করি। বাবার স্মৃতি বুকের ভেতর খুব নাড়া দিয়ে যায়’— এ অভিব্যক্তি দেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জসীমের ছেলে রাহুলের।
ছবি: সংগৃহীত

'আমার বাবার জন্মদিন-প্রয়াণদিনের আয়োজন আমরা নীরবে করতেই পছন্দ করি। বাবার স্মৃতি বুকের ভেতর খুব নাড়া দিয়ে যায়'— এ অভিব্যক্তি দেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা জসীমের ছেলে রাহুলের।

'দোস্ত দুশমন'-খ্যাত অভিনেতা জসীমের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের দিনে মস্তিষ্কে রক্তক্ষরণে মাত্র ৪৭ বছরে মারা যান তিনি।

বাবার প্রসঙ্গে রাহুল দ্য ডেইলি স্টারকে আরও বলেন, 'বাবার সিনেমাগুলোর মধ্যে আমার প্রথম পছন্দ "জিদ্দী"। এটি আমি বাবার কোলে বসে দেখেছি। এই সিনেমায় বাবার সঙ্গে চুন্নু আঙ্কেল অভিনয় করেছিলেন। সেখানে হাত কেটে নেওয়ার একটা দৃশ্য ছিল; সেটার কথা বাবাকে বার বার বলতাম। এ ছাড়া, বাবার "কালিয়া" ও "দোস্ত দুশমন" সিনেমা ২টিও আমার ভীষণ প্রিয়।'

'আমার বাবা আমার প্রথম ও শেষ সুপারহিরো,' যোগ করেন তিনি।

জসীম-নাসরিন দম্পতির ৩ ছেলে—রাতুল, সামী ও রাহুল অভিনয়ের আসেননি। তবে রাহুল ব্যান্ডের গানের সঙ্গে জড়িত।

জসীমের প্রথম সিনেমা 'দেবর'। নায়ক হয়ে প্রথম অভিনয় করেন 'মোকাবেলা'য়। খলনায়ক হয়ে ৭০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি আর নায়ক হিসেবে অভিনয় করেছেন ১২০টির বেশি সিনেমায়।

এফডিসিতে জসীমের নামে 'মুক্তিযোদ্ধা চিত্রনায়ক জসীম ফ্লোর' আছে। তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন।

জসীমের প্রথম স্ত্রী ছিলেন সুচরিতা। তার দ্বিতীয় স্ত্রী বাংলাদেশের প্রথম সিনেমা 'মুখ ও মুখোশ'র নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিন।

জসীমের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—'দেবর', 'রংবাজ', 'দোস্ত দুশমন', 'মহেশখালীর বাঁকে', 'বারুদ', 'বদলা', 'কসাই', 'বাহাদুর', 'এক মুঠো ভাত', 'সুন্দরী আসামী হাজির', 'প্রতিহিংসা', 'মান-সম্মান', 'লাইলী মজনু', 'নাজমা', 'গাদ্দার', 'সবুজ সাথী', 'সিআইডি', 'লাভ ইন সিঙ্গাপুর', 'অভিযান', 'আক্রোশ' ও 'দি রেইন'।

এই তালিকায় আরও রয়েছে—'কুয়াশা', 'প্রতিজ্ঞা', 'এপার-ওপার', 'নিশানা', 'নিষ্পাপ', 'নিঃস্বার্থ', 'নিষ্ঠুর', 'স্বামীর আদেশ', 'দুই রংবাজ', 'প্রেম লড়াই', 'হিরো', 'শত্রুতা', 'ভাই আমার ভাই', 'ভরসা', 'মাস্তান রাজা', 'সারেন্ডার', 'স্বামী কেন আসামী', 'মেয়েরাও মানুষ', 'ভালোবাসার ঘর', 'ঘাত-প্রতিঘাত', 'পরাধীন', 'লাট সাহেব' 'রক্তের বদলা', 'চিরশত্রু', 'লক্ষ্মীর সংসার', 'লালু মাস্তান', 'টাইগার', 'কাজের বেটি রহিমা', 'বাংলার নায়ক' প্রভৃতি।

১৯৫১ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জের বক্সনগর গ্রামে জন্ম নেওয়া এই নায়কের পুরো নাম আবুল খায়ের জসীম উদ্দিন।

Comments

The Daily Star  | English

Personal data up for sale online!

A section of government officials are selling citizens’ NID card and phone call details through hundreds of Facebook, Telegram, and WhatsApp groups, the National Telecommunication Monitoring Center has found.

3h ago