৫০ হাজার ডলারে মহাকাশে বেলুন ভ্রমণ 

যদি আপনার গ্র্যান্ড ক্যানিয়ন, গ্রেট ব্যারিয়ার রিফ, এভারেস্ট, আফ্রিকার সেরেঙ্গেটি ও গিজা পিরামিড ভ্রমণ শেষ হয়ে থাকে, তাহলে কী করবেন। আবারও সেখানে যাবেন? 
ছবি: সিএনএন

যদি আপনার গ্র্যান্ড ক্যানিয়ন, গ্রেট ব্যারিয়ার রিফ, এভারেস্ট, আফ্রিকার সেরেঙ্গেটি ও গিজা পিরামিড ভ্রমণ শেষ হয়ে থাকে, তাহলে কী করবেন। আবারও সেখানে যাবেন? 

সবগুলো আবার দেখতে যেতে পারেন। তবে, মহাকাশ থেকে। 

স্ট্রাটোস্ফিয়ারিক বেলুনিং কোম্পানি 'ওয়ার্ল্ড ভিউ' এক লাখ ফুট ওপর থেকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো দেখার জন্য পাঁচ দিনের এক মহাকাব্যিক বেলুন ভ্রমণের বুকিং নিচ্ছে।  

ছবি: সিএনএন

মহাকাশ থেকে চীনের গ্রেট ওয়াল দেখা যায় কি না আপনি সেটা পরীক্ষা করতে চান? ওয়ার্ল্ড ভিউয়ের প্রধান লক্ষ্য হলো ভ্রমণকারীদের নিজের চোখে পৃথিবীর এক অন্য রূপ দেখার সুযোগ করে দেওয়া।  

ছবি: সিএনএন

২০২৪ সালের প্রথম দিকে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কের স্পেস পোর্ট থেকে এই ভ্রমণ শুরু হওয়ার কথা। যারা বেলুনে চড়ে মহাকাশ থেকে পৃথিবী দেখতে চান, তাদের প্রত্যেকের গুনতে হবে ৫০ হাজার ডলার করে।

Comments

The Daily Star  | English
Onion import from India

India lifts ban on onion export

Minimum Export Price would be US$ 550 per tonne

19m ago