শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আগামীকাল

দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দেশে প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রোববার অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার মাধ্যমে এই পদ্ধতির যাত্রা শুরু হবে।

সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে জানানো হয়েছে, ১৭ অক্টোবর 'এ' ইউনিটের, ২৪ অক্টোবর 'বি' ইউনিটের এবং ১ নভেম্বর 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দুপুর ১২টা-১টা পর্যন্ত। তবে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষা নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ১৭ অক্টোবর, ২৪ অক্টোবর এবং ১ নভেম্বর পরীক্ষা শেষ করে ২ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কয়েকটি বিষয়ে ভর্তিচ্ছুদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৮৫টি সিট বসানো হয়েছে ১৩ হাজার ২০৩ জন পরীক্ষার্থীর জন্য।

পরীক্ষার্থীদের মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান) ৭ হাজার ৮৪ জন, 'বি' ইউনিটে (মানবিক) ৫ হাজার ২০ জন ও 'সি' ইউনিটে (ব্যবসায়) ১ হাজার ৯৯ জন রয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের বসার জন্য জায়গা প্রস্তুত এবং পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেখ আব্দুস সালাম বলেন, 'সকল অনিশ্চয়তা মাথায় নিয়েই একটি চলমান দুর্যোগের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিছু ক্ষেত্রে সমস্যার উদ্ভব হওয়া অসম্ভব কিছু নয়।'

তিনি আরও বলেন, 'দীর্ঘ সময় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতেই অনেক সময় পার হয়ে গেছে। তারপরও যেসব উদ্যোগ এক জায়গায় করে ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে তা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।'

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয় হচ্ছে— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Comments

The Daily Star  | English

The invisible ones

Of the over 7 crore people employed in Bangladesh, 85 percent (nearly 6 crore) are vulnerable as they work in the informal sector, which lacks basic social and legal protection, and employment benefits.

10h ago