‘অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ এসব ঘটাচ্ছে’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন কোনো ঘটনা ঘটে তখন বিএনপিকে জড়িত করার চেষ্টা করে সরকার। সেজন্য কল্পিত স্টোরি তারা তৈরি করে। অথচ এই কাজটা তারাই করে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টার ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যখন কোনো ঘটনা ঘটে তখন বিএনপিকে জড়িত করার চেষ্টা করে সরকার। সেজন্য কল্পিত স্টোরি তারা তৈরি করে। অথচ এই কাজটা তারাই করে।

তিনি বলেন, 'শুধু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য এদেশের সমস্ত অর্জনগুলোকে বিসর্জন দিয়ে এবং ধবংস করে আজকে আওয়ামী লীগ এসব ঘটনা ঘটাচ্ছে। সরকার তার এজেন্টদের দিয়ে এসব ঘটনা ঘটিয়ে গণতন্ত্রের যে সংগ্রাম তার থেকে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য এসব করছে।'

আজ রোববার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কুমিল্লার ঘটনাসহ সারা দেশে পূজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বিএনপির মহাসচিব বলেন, 'এই সব ঘটনার সঙ্গে জড়িতদের সঠিক, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। একইসঙ্গে আমি দেশবাসীকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি এজন্য যে, সরকারের এই হীন প্রচেষ্টা যেন কোনোমতেই সফল না হয়, আমাদের বাংলাদেশের যে আত্মা সেই আত্মাকে কখনো যেন তারা বিনষ্ট না করতে পারে সেজন্য দেশবাসী সচেষ্ট থাকবেন।'

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, 'এই সরকার একটি স্পর্শকাতর বিষয় নিয়ে শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে আমাদের হাজার বছরের ঐতিহ্য, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধ্বংস করছে। আমরা পাশাপাশি বাড়িতে বাস করি, ঈদের সময়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমাদের বাড়িতে আসেন, তাদের পূজায় আমরা যাই। এটা আজকে নয়, আমি যখন ছোট সেই সময় থেকে দেখছি যে একটা সৌহার্দ্যমূলক পরিবেশ বাংলাদেশে আছে।'

'একে বিনষ্ট করার জন্য, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য তারা (ক্ষমতাসীন) উস্কানি দিয়ে, মদদ দিয়ে আজকে আমাদের দেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আমরা এই প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি।'

তিনি বলেন, 'বর্তমান যুগে কিছুই ঢেকে রাখা যায় না। সত্য প্রকাশ পাবেই। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনার রেশ ধরে সারাদেশে যে সরকারের ন্যাক্কারজনক পরিকল্পিত নীলনকশা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে সেটা আজ জনগনের কাছে স্পষ্ট। সরকারের পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানি ও এর ফলোশ্রুতিতে দেশব্যাপী রক্তাক্ত হিংসাশ্রয়ী ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

পূজামণ্ডপের নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর 'নিরব' ভুমিকার সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'দুর্গাপূজার প্রাক্কালে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আশ্বাস দেয়ার পরও কেন পবিত্র কোরআন অবমাননা, মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটলো? কুমিল্লার সাধারণ মানুষের মতো আমরাও একমত যে, পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিলে নানুয়া দীঘির পাড়ের মন্ডপের ঘটনাটি নির্মম অমানবিকতার দিকে গড়াতো না। একই ঘটনা ঘটেছে চৌহমুনীতে। বার বার প্রশাসনকে বলার পরে, পুলিশ বাহিনীকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।'

তিনি বলেন, আমি এই ঘটনা জানার পরপরই একটি বিবৃতিতে বলেছিলাম, সরকারের মদদেই কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে চক্রান্তমূলক কুৎসিত কাজটি করা হয়েছে। এর বড় প্রমাণ ঘটনার পরপরই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা অতিসত্তর পূজামণ্ডপ ও মন্দিরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী পাঠানোর জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছিল। কিন্ত স্থানীয় প্রশাসন এই অনুরোধে সাড়া না দিয়ে পুলিশ পাঠিয়েছে অনেক পরে।'

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও কুমিল্লা সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ডের দলের এক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁসের প্রসঙ্গে তিনি বলেন, 'বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের দলের এক নেতার সঙ্গে ফোনালাপ ফাঁস বলে একটি অডিও কল ভাইরাল করা হয়েছে। সরকার এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। কন্ঠ কাটপিস করে সুপার এডিটিং এর মাধ্যমে বানোয়াট ফোনালাপ ইতোমধ্যে অসংখ্য রাজনৈতিক ব্যক্তিসহ বিশিষ্ট ব্যক্তিদের নামে ভাইরাল করা হয়েছে। ক্ষমতাসীনদের মদদে একটি অসাধু মহল প্রতিনিয়ত এই হীন কাজগুলো করে যাচ্ছে।'

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য আওয়ামী লীগ ১ লাখ কর্মীকে হায়ার করছে। এটা তারা বলেছে, যা পত্র-পত্রিকায়ও এসেছিল।'

Comments

The Daily Star  | English

Horrors inside the Gaza genocide: Through a survivor’s eyes

This is an eye-witness account, the story of a Palestinian in Gaza, a human being, a 24-year-old medical student, his real human life of love and loss, and a human testimony of war crimes perpetrated by the Israeli government and the military in the deadliest campaign of bombings and mass killings in recent history.

9h ago