টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নাঈম

বাংলাদেশের শুরুটা হয়েছে ভালো। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ছবি: টুইটার

বাঁচা-মরার লড়াইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সুপার টুয়েলভে কোয়ালিফাই করতে হলে তাদের বিপক্ষে জিততেই হবে টাইগারদের। এমন সমীকরণে বাংলাদেশের শুরুটা হয়েছে ভালো। টস জিতে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিলেও এদিন ব্যাটিং বেছে নিয়েছেন তিনি।

ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এ ম্যাচে একাদশে পরিবর্তন আনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো। তবে খুব বেশি বদল হয়নি এদিনের একাদশে। পরিবর্তন এসেছে একটি। একাদশে ঢুকেছেন ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার। একটি পরিবর্তন এনেছে ওমানও। মোহাম্মদ নাদিমের জায়গায় একাদশে ঢুকেছেন ফাইয়াজ বাট।

আসরে নিজেদের প্রথম ম্যাচে একরাশ হতাশা উপহার দিয়েছে বাংলাদেশ। অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের কাছে হেরে গেছে টাইগাররা। ম্যাচে সে অর্থে লড়াইটাও জমিয়ে করতে পারেনি দলটি। অন্যদিকে, পাপুয়া নিউগিনিকে রীতিমতো উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ওমান।

এর আগে এ দুই দলের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে জয়টি বাংলাদেশেরই। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে তামিম ইকবালের দারুণ এক সেঞ্চুরিতে ওমানকে ৫৪ রানে হারিয়েছিল টাইগাররা। তবে এবার বিশ্বকাপে খেলছেন না তামিম। 

এ ম্যাচে জিতলে সুপার টুয়েলভ নিশ্চিত হবে ওমানের। কারণ দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রেখেছে স্কটল্যান্ড। বাংলাদেশ হারলে ওমানের সঙ্গে সুপার টুয়েলভ নিশ্চিত হবে স্কটিশদেরও। আর বাংলাদেশের সঙ্গে বিদায় নেবে পাপুয়া নিউগিনিও। সেক্ষেত্রে প্রথম রাউন্ডে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের শেষ ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতার।

বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ওমান একাদশ: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাওয়ার আলী, জিসান মাকসুদ, কাশ্যাপ প্রজাপতি, নাসিম খুশি, আয়ান খান, সন্দিপ গৌড়, কলিমুল্লাহ, ফাইয়াজ বাট ও বিলাল খান।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago