সাইফুদ্দিন-শেখ মেহেদীর বোলিং ছিল টার্নিং পয়েন্ট

ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে ওমানকে হারাতে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তবে তার মনে হচ্ছে ম্যাচের আসলে টানিং পয়েন্ট মোহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসানের হিসেবি বোলিং
Sheikh Mahedi Hasan & Mohammad Saifuddin

ব্যাটে বলে নৈপুণ্য দেখিয়ে ওমানকে হারাতে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। তবে তার মনে হচ্ছে ম্যাচের আসলে টানিং পয়েন্ট মোহাম্মদ সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসানের হিসেবি বোলিং। এই দুজনের আট ওভারই মূলত গড়ে দিয়েছে পার্থক্য।

মঙ্গলবার বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাট ১৫৩ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে ২৯ বলে ৪২ করার পর ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সাকিব।

তবে রান তাড়ায় উড়ন্ত সূচনা আনা ওমান এক সময় ধরিয়ে দিয়েছিল কাঁপুনি। উড়ন্ত ওমানের রাশ টেনে ধরেন শেখ মেহেদী আর সাইফুদ্দিনই। মেহেদী তার চার ওভারে মাত্র ১৪ রান দিয়ে পান ১ উইকেট।

সাইফুদ্দিন ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১ উইকেট। দুই দুজনের ৮ ওভার থেকে কেবল ৩০ রান তুলতে পারে ওমান। ২৬ রানে দলের জয়ে এটাই ব্যবধান গড়ে দিয়েছে বলে মত সাকিবের, 'আমার মনে হয়, সাইফ উদ্দিন ও মেহেদি দুই জনই খুব ভালো বোলিং করেছে। ওদেরই আজকের ম্যাচে আমাদের টার্নিং পয়েন্ট বলতে পারেন। ওদের আট ওভারে আমি জানি না, হয়তো ৩০ রানও হয়নি। যেখানে আমরা অনেক সামনের দিকে এগিয়ে গিয়েছি। অবশ্যই ওদের দুই জনকে কৃতিত্ব দিতে হয়, যেভাবে তারা বোলিং করে যাচ্ছে।'

স্কটল্যান্ডের বিপক্ষে দল হারলেও দারুণ বল করেছিলেন অফ স্পিনার মেহেদী। ৪ ওভারে ১৯ রানে নিয়েছিলেন ৩ উইকেট। সাইফুদ্দিনও সেই ম্যাচে শুরুতে ভাল বল করেন। যদিও শেষ দিকে ছিলেন কিছুটা খরুচে।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

1h ago