করোনায় ১ লাখ ৮০ হাজার স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়ে থাকতে পারে: ডব্লিউএইচও

বিশ্বব্যাপী করোনাভাইরাস স্বস্থ্যকর্মীদের মারাত্বকভাবে প্রভাবিত করেছে। এর ফলে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 
ছবি: বিবিসি

বিশ্বব্যাপী করোনাভাইরাস স্বস্থ্যকর্মীদের মারাত্বকভাবে প্রভাবিত করেছে। এর ফলে ৮০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজারের মতো স্বাস্থ্যকর্মী মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 

২০২০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে মাসের মধ্যে এসব মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিবিসির খবরে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা কর্মীদের অবশ্যই ভ্যাকসিনের জন্য অগ্রাধিকার দিতে হবে উল্লেখ করে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, 'ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের অবশ্যই অগ্রাধিকার দিতে হবে।' এ ছাড়া, তিনি ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে অসততার বিষয়েও সমালোচনা করেন।

এর আগে অবশ্য ডব্লিউএইচওর আরেক সিনিয়র কর্মকর্তা সতর্ক করেছিলেন যে, ভ্যাকসিনের অভাব মহামারিটি আগামী বছর পর্যন্ত ভালোভাবেই টিকে থাকবে। 

বর্তমানে বিশ্বব্যাপী আনুমানিক ১৩৫ মিলিয়ন কর্মী স্বাস্থ্যসেবা দিচ্ছেন। 

টেড্রোস বলেন, 'বিশ্বের ১১৯টি দেশ থেকে পাওয়া তথ্যমতে, গড়ে ৫ জন স্বাস্থ্যকর্মীর মধ্যে দুজনকে সম্পূর্ণ ভ্যাকসিন দেওয়া হয়েছে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank again dissolves National Bank board

The bank’s sponsor director Khalilur Rahman made the new chairman

1h ago