মালিককে নিয়ে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ জনের দল

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান।
ছবি: এএফপি

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হওয়ার আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। সেখানে আছেন একেবারে শেষ মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া শোয়েব মালিক।

আগামীকাল রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বিরাট কোহলির ভারত ও বাবর আজমের পাকিস্তান। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়। বহুল প্রতীক্ষিত লড়াইয়ের জন্য ঘোষিত পাকিস্তান দলে রাখা হয়নি মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সরফরাজ আহমেদকে।

শোয়েব মাকসুদ চোটে পড়ায় গত ৯ অক্টোবর পাকিস্তানের বিশ্বকাপ দলে জায়গা পেয়ে চমক সৃষ্টি করেন মালিক। দলটির হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে তার দখলে। বয়স ৪০ ছুঁইছুঁই মালিক পাকিস্তানের জার্সিতে শেষবার এই সংস্করণে খেলতে নেমেছিলেন গত বছর সেপ্টেম্বরে। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিরই সুযোগ মেলেনি তার।

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম মালিককে দলে ডাকা প্রসঙ্গে তখন বলেছিলেন, 'আমি নিশ্চিত যে, শোয়েবের (মালিক) অভিজ্ঞতা পুরো দলের জন্য কাজে লাগবে।'

ওয়ানডে বা টি-টোয়েন্টি, কোনো বিশ্বকাপেই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ওয়ানডে বিশ্বকাপে তাদের সাত লড়াইয়ের সবকটিতে জিতেছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই দলের পাঁচ ম্যাচের প্রতিটিতে হেরেছে পাকিস্তান।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ১২ সদস্যের দল:

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, শাদাব খান, শোয়েব মালিক, হারিস রউফ, হাসান আলী ও শাহিন আফ্রিদি।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

4h ago