ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দিলেন কোহলি

ইনিংসের শুরুটা কী দারুণভাবেই না করেছিল পাকিস্তান! ভারতের দুই ইনফর্ম ওপেনারকে ফেরাল দলীয় ৬ রানেই। এরপর শুরু হলো অধিনায়ক বিরাট কোহলির লড়াই।

ইনিংসের শুরুটা কী দারুণভাবেই না করেছিল পাকিস্তান! ভারতের দুই ইনফর্ম ওপেনারকে ফেরাল দলীয় ৬ রানেই। এরপর শুরু হলো অধিনায়ক বিরাট কোহলির লড়াই। মাঝে সতীর্থ ব্যাটারদের হারিয়ে ধাক্কা খেলেন। তবে নিজে একপ্রান্ত আগলে ফিফটি তুলে রেখে থাকলেন প্রায় শেষ পর্যন্ত। তাতেই লড়াকু পুঁজি পেয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম চ্যাম্পিয়নরা।

রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছে ভারত। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫১ রান তুলেছে দলটি।

এ মাঠেই আগের দিন মাত্র ৫৫ রানে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিয়েছিল ইংল্যান্ড। সে লক্ষ্য তাড়ায় আবার ৪টি উইকেট খোয়ায় ইংলিশরা। তাই ১৫২ রানের লক্ষ্য নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। তার উপর বিশ্বকাপে আবার ভারত জুজু রয়েছে পাকিস্তানের।   

রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ অনেক বছর থেকেই। দুই দেশের মধ্যকার ক্রিকেটার সবচেয়ে আকর্ষণীয় এ লড়াইটা টিকে আছে কেবল আইসিসির ইভেন্টগুলোতেই। তবে সেখানে একচ্ছত্র রাজত্ব ভারতেরই। সব সংস্করণের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ডটা তাদেরই।

এদিন টসটা জিতেছিলেন পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। আগে বোলিং বেছে নেন তিনি। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন তার সতীর্থ বোলাররা। শুরুতেই ভারতকে চেপে ধরে দলটি। তার নেতৃত্ব দেন শাহিন শাহ আফ্রিদি। ইনিংসের চতুর্থ বলেই রোহিত শর্মাকে ফেলেন এলবিডাব্লিউর ফাঁদে। এক ওভার পর ফিরে এসে বোল্ড করে দেন লোকেশ রাহুলকে।

দ্রুত দুই উইকেট হারানোর পর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব। সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকা এ ব্যাটার একটি করে চার ও ছক্কা মেরে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু স্কোরবোর্ডে ২৫ রান যোগ করতেই ব্যক্তিগত ১১ রানে হাসান আলীর শিকার হন এ ব্যাটার। ফের চাপে পড়ে যায় দলটি। তাতে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তুলতে পারে ভারত।

এরপর কোহলির সঙ্গে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার রিশাভ পান্ত। ৫৩ রানের জুটিতে দলের চাপ সামলে নেওয়ার পাশাপাশি রানের গতিও বাড়ানোর কাজে নামেন তিনি। হাসান আলীর করা দ্বাদশ ওভারে দুটি ছক্কা মারেন পান্ত। তবে পরের ওভারে শাদাব খানের বলেও ছক্কা হাঁকাতে গিয়ে আকাশে বল তুলে দেন তিনি। নিজেই ক্যাচ লুফে নেন শাদাব।

পান্তের বিদায়ের পর রবীন্দ্র জাদেজাকে নিয়ে দলের হাল ধরেন কোহলি। ৪১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন অধিনায়ক। তাতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় ভারত।

ভারতের পক্ষে ৫৭ রান্বর ইনিংস খেলেন কোহলি। ৪৯ বলে ৫টি চার ও ১টি ছক্কায় এ রান করেন অধিনায়ক। ৩০ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৯ রান করেন পান্ত। পাকিস্তানের পক্ষে ৩১ রানের খরচায় ৩টি উইকেট পেয়েছেন আফ্রিদি। হাসান আলীর শিকার ২টি।

সংক্ষিপ্ত স্কোর

ভারত: ২০ ওভারে ১৫১/৭ (রাহুল ৩, রোহিত ০, কোহলি ৫৭, সূর্যকুমার ১১, পান্ত ৩৯, জাদেজা ১৩, পান্ডিয়া ১১, ভুবনেশ্বর ৫*, শামি ০*; আফ্রিদি ৩/৩১, ওয়াসিম ০/১০, হাসান ২/৪৪, শাদাব ১/২২, হাফিজ ২/১২, হারিস ১/২৫)।

Comments

The Daily Star  | English

Three difficult choices to heal economy

Bangladesh yesterday made three major decisions to cushion the economy against critical risks such as stubborn inflation and depletion of foreign currency reserves.

7h ago