কুমিল্লার ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা সিআইডিতে

কুমিল্লায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।
গদা হাতে ইকবাল। ছবি: সিসিটিভি ভিডিও থেকে

কুমিল্লায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়েছে।

সিআইডি কুমিল্লার বিশেষ পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রোববার রাতে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি স্থানান্তরিত হয়।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাটিও সিআইডিতে স্থানান্তর করা হয়। এ মামলায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ ফয়েজ।

এ পর্যন্ত ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার গ্রেপ্তার ইকবাল হোসেন, ইকরাম হোসেন, ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রথম দিনের রিমান্ড শেষে গতকাল রাত সাড়ে ১১টায় ইকবালের দেখিয়ে দেওয়া দারোগা বাড়ি মাজার সংলগ্ন বাড়ির সামনের ঝোপ থেকে মণ্ডপ থেকে চুরি করা হনুমানের গদাটি উদ্ধার করে পুলিশের সমন্বিত একটি দল।

Comments