ঘরের ভেতরটাই এখন প্রবীর মিত্রের পৃথিবী

ফিল্মম্যানখ্যাত অভিনেতা প্রবীর মিত্র। ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসুস্থতার কারণে অনেকদিন হলো অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেতা। তবে, আগের চেয়ে ভালো আছেন তিনি। হাঁটা-চলাও করতে পারছেন।
প্রবীর মিত্র। স্টার ফাইল ফটো

ফিল্মম্যানখ্যাত অভিনেতা প্রবীর মিত্র। ৪ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অসুস্থতার কারণে অনেকদিন হলো অভিনয় থেকে দূরে আছেন এই অভিনেতা। তবে, আগের চেয়ে ভালো আছেন তিনি। হাঁটা-চলাও করতে পারছেন।

আজ সকালে প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

সোনিয়া ইয়াসমিন বলেছেন, 'বাবা এখন অনেকটা ভালো আছেন। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। সবাই তার জন্য আশীর্বাদ করবেন।'

তিনি আরও বলেন, 'মাঝে তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে, সৃষ্টিকর্তার কৃপায় এখন বেশ ভালো আছেন।'

প্রবীর মিত্রের সময় কাটছে কীভাবে জানতে চাইলে তিনি বলেন, 'বাবা তো ঘরেই থাকেন। কখনো বই পড়েন, কখনো টিভি দেখেন, কখনো পত্রিকা পড়েন। ঘরের ভেতরটাই এখন বাবার পৃথিবী।'

চলচ্চিত্র শিল্পের কেউ খোঁজ-খবর রাখেন কিনা জানতে চাইলে সোনিয়া সোনিয়া ইয়াসমিন বলেন, 'করোনার জন্য কেউ বাসায় এসে খোঁজ নেন না। পরিস্থিতি ভালো হলে নিশ্চয়ই আসবেন।'

তার কোনো আফসোস আছে কিনা এমন প্রশ্নের জবাবে সোনিয়া ইয়াসমিন বলেন, 'আগে কখনো আফসোস করতেন না কিংবা শেষ ইচ্ছে নিয়ে কিছু বলতেন না। কিন্তু, ইদানীং আফসোস করেন। অনেকেই তো সরকারি প্লট পেয়েছেন, বাবা পাননি। এটা নিয়ে কিছুটা আফসোস করেন। তিনি যখন এসব বিষয়ে কথা বলেন তার মাঝে এক ধরনের হতাশা কাজ করে। ওপরের দিকে তাকিয়ে থাকেন।'

প্রবীর মিত্র দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছেন। তিনি আর্থারাইটিজ রোগে আক্রান্ত। এ রোগে তার হাড়ে ক্ষয় ধরেছে।

প্রবীর মিত্র ১৯৬৯ সালে 'জলছবি' সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন। এরপর তার ক্যারিয়ারে যোগ হয়েছে অনেক কালজয়ী সিনেমা। যেমন- তিতাস একটি নদীর নাম, রঙিন নবাব সিরাজউদ্দৌলা, দুই পয়সার আলতা, নয়নের আলো, রাজলক্ষ্মী শ্রীকান্ত, জন্ম থেকে জ্বলছি, দহন, ফকির মজনু শাহ, মিন্টু আমার নাম, মধুমিতা, ডাকু ও দরবেশ, হাসু আমার হাসু, সুরুজ মিয়া, শিরি ফরহাদ, বড় ভালো লোক ছিল, পুত্রবধূ, অপমান, ফেরারি, তালাক, রসের বাঈদানি, বাল্যশিক্ষা, সেয়ানা, প্রতিজ্ঞা, রাজাবাবু, দেবদাস, রামের সুমতি ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Upazila Polls: AL, BNP struggle to keep a grip on grassroots

The upazila election has exposed how neither of the two major parties, the Awami League and BNP, has full control over the grassroots leaders.

2h ago