বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিশোরবেলার চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।
‘ভালো আছি, সুস্থ আছি, অভিনয় করছি, মা-বাবাকে নিয়ে অনেক ভালো আছি। কোনো নেগেটিভ কিছু নেই আমাকে নিয়ে।’
গত কয়েকবছর ধরে ঢাকার তারকারা বেশি সরব কলকাতার সিনেমায়। বাংলাদেশি তারকাদের কেউ কেউ কলকাতার সিনেমায় অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তাও পেয়েছেন।
মিথিলা নতুন একটি সিনেমার প্রথম পর্যায়ের শুটিং শেষ করেছেন। নতুন সিনেমাটির নাম ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। পরিচালনা করছেন দুলাল দে।
তার অভিনীত ‘জ্বলে জ্বলে তারা’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘গল্প ভালো হলে দর্শক টানে।’
অভিনয় জীবন নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন ফজলুর রহমান বাবু।
সম্প্রতি নতুন ৩ সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সুষমা। এ মুহুর্তে তিনি একটি সিনেমার শুটিংয়ের জন্য গাইবান্ধায় অবস্থান করছেন।
মিম বলেন, ‘অবশেষে মুক্তি পাচ্ছে কাঙ্খিত সিনেমা অন্তর্জাল। দর্শকদের মতো আমিও হলে গিয়ে অন্তর্জাল দেখার অপেক্ষায় আছি।’
সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক সালাউদ্দিন জাকীকে নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন সুবর্ণা মুস্তাফা।
একই পরিচালকের ‘আয়না বিবির পালা’ সিনেমায় তিনি অভিনয় করেন।
ওয়েব ফিল্মটির নাম `শোধ’।
অক্টোবরের প্রথম দিকে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শুরু হবে।
মুস্তাফা মনোয়ারের ‘স্ত্রীর পত্র’ নাটকে অভিনয় আমার ক্যারিয়ারের মাইলফলক হয়ে আছে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। যা কিছু শিখেছি সব সময় মনে রেখেছি।
`নতুন মুখ নিয়ে কাজ করতেন তিনি। নতুন নতুন তারকা উপহার দিতেন। চ্যালেঞ্জ হিসেবে নিতেন।'
একজন পরিচালক কত বড় মনের হলে, কত গুণী হলে এই রকম নতুন নতুন মুখ উপহার দিয়ে ইতহাস সৃষ্টি করতে পারেন তার অন্যতম দৃষ্টান্ত কিন্তু সোহানুর রহমান সোহান।
জেমস ভাইয়ার সঙ্গে গান গাইতে গিয়ে ভয় হতো যে, দর্শকরা আমার গান কীভাবে নেবেন? জেমস ভাই থাকলে আমার গান তারা শুনবেন কিনা! এসব ভয় কাজ করত। কিন্তু, কখনো সমস্যা হয়নি।
সিনেমাটির পরিচালক বা অন্য কোনো তথ্য জানাতে নারাজ এই ঢালিউড নায়িকা। তার ভাষ্য, ‘সময় হলেই জানাব।’