‘বাবার নামটা বেঁচে থাকুক। আমার বাবা আবদুল আলীম শুধু আমাদের নয়, দেশের সম্পদ।’
রূপালি পর্দার তুমুল জনপ্রিয়, অথচ বাস্তব জীবনে অতি বিনয়ী এই মানুষটির প্রতি ভালোবাসা-শ্রদ্ধা।
ববিতা ও জাফর ইকবালের জুটিকে নিয়ে যেমন আলোচনা হতো, তেমন দর্শকরাও পছন্দ করতেন।
‘দর্শকরা আমায় ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
নির্মল এই মানুষটির জন্মদিনে তার জন্য অসংখ্য শুভ কামনা।
শুটিং কার্যক্রম বন্ধ করতে হাউস মালিকদের চিঠি দিয়েছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪।
‘বাবার নামটা বেঁচে থাকুক। আমার বাবা আবদুল আলীম শুধু আমাদের নয়, দেশের সম্পদ।’
রূপালি পর্দার তুমুল জনপ্রিয়, অথচ বাস্তব জীবনে অতি বিনয়ী এই মানুষটির প্রতি ভালোবাসা-শ্রদ্ধা।
ববিতা ও জাফর ইকবালের জুটিকে নিয়ে যেমন আলোচনা হতো, তেমন দর্শকরাও পছন্দ করতেন।
‘আমাদের অপমান করার মানে কী?’
‘চেষ্টা করি দেশের পোশাক পরে যেতে।’
‘দর্শকরা আমায় ভালোবেসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।’
নির্মল এই মানুষটির জন্মদিনে তার জন্য অসংখ্য শুভ কামনা।
শুটিং কার্যক্রম বন্ধ করতে হাউস মালিকদের চিঠি দিয়েছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪।
একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী ফকির আলমগীর সাধারণ-শ্রমজীবী মানুষের হৃদয় জয় করেছিলেন গান দিয়ে। ২৩ জুলাই তার প্রয়াণ দিবস।
‘চোখের পানি তো ঝরতেই থাকবে।’