তিন গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না বার্সেলোনা

প্রথমার্ধের ৩৪ মিনিটের মধ্যে তিন গোলে এগিয়ে গেল বার্সেলোনা। এমন অবস্থা থেকে অনায়াস জয়ই ছিল প্রত্যাশিত। কিন্তু দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলল তারা। তাদেরকে চমকে দিয়ে তিন গোল শোধ করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সেলতা ভিগো।
লা লিগায় শনিবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে প্রতিপক্ষের মাঠে ৩-৩ গোলে ড্র করেছে বার্সা। তাদের তিন গোলদাতা হলেন আনসু ফাতি, সার্জিও বুসকেতস ও মেম্ফিস ডিপাই। সেলতার পক্ষে জোড়া গোল করেন ইয়াগো আসপাস, অন্য গোলটি নলিতোর।
ম্যাচশেষে পরিসংখ্যান বলছে, বল দখল ও সুযোগ তৈরি, উভয় ক্ষেত্রেই প্রাধান্য ছিল স্বাগতিক সেলতার। তারা ৫২ শতাংশ সময়ে বল পায়ে রাখে। গোলমুখে তাদের নেওয়া ১৮টি শটের মধ্যে লক্ষ্যে ছিল চারটি। বিপরীতে, বার্সার ১০ শটের ছয়টি ছিল লক্ষ্যে।
বিরতির পর সেলতা উজ্জীবিত পারফরম্যান্স উপহার দিলেও লিড ধরে রেখে জয়ের দিকেই এগোচ্ছিল বার্সেলোনা। তবে একদম শেষ মুহূর্তে হৃদয় ভাঙে তাদের। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে সমতাসূচক গোলটি করেন আসপাস। এর কিছুক্ষণ পরই বেজে ওঠে শেষ বাঁশি।
লিগে এই নিয়ে টানা চার ম্যাচে জয়হীন রইল বার্সা। রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর কাছে হারের পর গত রাউন্ডে তারা ড্র করেছিল আলাভেসের সঙ্গে।
জয় হাত ফসকে বেরিয়ে যাওয়ার পাশাপাশি বার্সাকে নিঃসন্দেহে চিন্তিত করেছে ফাতির ফের চোট পাওয়া। প্রথমার্ধের শেষদিকে ঊরুতে ব্যথা অনুভব করেন তিনি। বিরতির পর তাকে আর মাঠে নামানো হয়নি।
এই ম্যাচ দিয়ে শেষ হলো বার্সার মূল দলের কোচ হিসেবে সার্জি বারহুয়ানের অধ্যায়। রোনাল্ড কোমানকে বিদায় করে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তার হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। ইতোমধ্যে নতুন কোচ হিসেবে ক্লাব কিংবদন্তি জাভির নাম ঘোষণা করেছে কাতালানরা।
১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লিগে নবম স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। রাতের আরেক ম্যাচে নিজেদের মাঠে রায়োকে ২-১ গোলে হারিয়ে চূড়ায় উঠেছে রিয়াল।
Comments