‘এটা আমার জন্যে খুব কঠিন প্রশ্ন’
আশনা হাবিব ভাবনা অভিনীত দ্বিতীয় সিনেমা 'লাল মোরগের ঝুঁটি' মুক্তি পাচ্ছে আগামী ১০ ডিসেম্বর। নূরুল আল আতিক পরিচালিত এই সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ভাবনা।
ভাবনার প্রথম সিনেমা অনিমেষ আইচ পরিচালিত 'ভয়ঙ্কর সুন্দর' মুক্তি পেয়েছিল ৪ বছর আগে।
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে সরকারি অনুদানের সিনেমা 'লাল মোরগের ঝুঁটি'-তে অভিনয়সহ অন্যান্য বিষয়ে ভাবনা কথা বলেছেন দ্য ডেইলি স্টারের সঙ্গে।
প্রায় ৪ বছর পর আপনার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন মনে হচ্ছে?
আশনা হাবিব ভাবনা: সিনেমাটার মুক্তির কথা শুনে অবশ্যই ভালো লাগছে। টিমের সবাই অনেক পরিশ্রম করেছেন। যখন এই সিনেমায় অভিনয় করছিলাম তখন চরিত্রের মধ্যে মিশে গিয়েছিলাম। অনেকদিন লেগেছে সেখান থেকে বের হতে।
এ নিয়ে কতটা আশাবাদী? দর্শকদের আকৃষ্ট করতে পারবে কি?
আশনা হাবিব ভাবনা: আমি তো চাইবোই দর্শকরা ভিড় করে এসে সিনেমাটা দেখুক। আমাদের এখানে সিনেমা দেখার কালচারটা প্রায় উঠেই গেছে। মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে 'লাল মোরগের ঝুঁটি' তৈরি হয়েছে। মুক্তিযুদ্ধ আমার অনেক পছন্দের বিষয়। সেই কারণে সবার সিনেমাটা দেখা উচিত।
একটা সিনেমা বানানো কতটা কঠিন তা বলে বোঝানো যাবে না। আমি আশা করছি, সবাই সিনেমাটা দেখুক।
স্বনামধন্য পরিচালক অনিমেষ আইচ ও নূরুল আল আতিকের সিনেমায় অভিনয় করেছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
আশনা হাবিব ভাবনা: এটা আমার জন্য আসলেই খুব কঠিন প্রশ্ন। তাদের সিনেমায় অভিনয় করতে পেরেছি এটা আমার জন্য অনেক ভালো লাগার। তাদের কাজের ধরন ভিন্ন। অনিমেষ আইচ নিজেও পরিচালক নূরুল আল আতিকের কাজ পছন্দ করেন। তাদের সম্পর্কে বলার দুঃসাহস আমার নেই। তবে তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ।
'লাল মোরগের ঝুঁটি' সম্পর্কে কিছু বলবেন?
আশনা হাবিব ভাবনা: এই সিনেমার সঙ্গে অনেক প্রতিভাবান মানুষ জড়িয়ে আছেন। যেমন এই সিনেমায় অনেক জনপ্রিয় শিল্পী অভিনয় করেছেন। এখানে জ্যোতিকা জ্যোতি, লায়লা হাসান, আহমেদ রুবেল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার, ইলোরা গহর, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমন, খলিলুর রহমান কাদেরীসহ অনেকেই আছেন।
Comments