২০৩১ ওয়ানডে বিশ্বকাপে ভারতের সঙ্গে যৌথ আয়োজক বাংলাদেশ

আইসিসির বৈশ্বিক আসরের নতুন চক্রে একটি ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে বাংলাদেশকে আয়োজক হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দুবাইয়ে সভা শেষে মঙ্গলবার আগামী ৮টি বৈশ্বিক আসরের আয়োজকের নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
সূচি অনুয়ায়ী ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়ে।
২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ২০২৯ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ভারতে। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশ ও ভারতে।
Comments