তাজরীন ট্র‍্যাজেডির ৯ বছর: নিহত শ্রমিকদের স্মরণ

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের নবম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্বজন, সহকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠন।
tazrin_24nov21.jpg
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের নবম বার্ষিকীতে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে স্বজন, সহকর্মী এবং বিভিন্ন শ্রমিক সংগঠন।

আজ বুধবার ভোরে কারখানার ফটকে নিহত শ্রমিকদের স্মরণে ফুল দিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, আজ তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ৯ বছর হলো। ওই দিন ১১৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন অনেকে। এখনো ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। নিহত শ্রমিকের পরিবার ও আহত শ্রমিকদের আজও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়নি। কারখানা মালিকসহ দোষীদের এখনো শাস্তি নিশ্চিত করতে পারেনি সরকার। সব মিলিয়ে শ্রমিকদের একটি দাবিও পূরণ হয়নি।

গত বছর ৪ মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীনের অর্ধশত শ্রমিক তাদের দাবি আদায়ে অনশন করেন।

খাইরুল মামুন ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসন, ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের সুচিকিৎসার ব্যবস্থা ও কারখানা মালিকসহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

1h ago