'সেক্স টেপ' দিয়ে সতীর্থকে ব্ল্যাকমেইলের চেষ্টায় বেনজেমার শাস্তি

'সেক্স টেপ' বানিয়ে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন করিম বেনজেমা।
ছবি: এএফপি

২০১৫ সালের ঘটনা। 'সেক্স টেপ' বানিয়ে জাতীয় দলের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন করিম বেনজেমা। তার বিরুদ্ধে আনা ওই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন রিয়াল মাদ্রিদের এই স্ট্রাইকার। এতে তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্সের একটি আদালত।

বুধবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে বেনজেমার শাস্তির খবরটি জানিয়েছে। নিষেধাজ্ঞার দেওয়ার পাশাপাশি তাকে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে।

ভালবুয়েনার মোবাইল ফোনে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ক্লিপ ছিল। সেটা দিয়েই ফ্রান্সের সাবেক এই ফুটবলারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছিল। আর ওই কাণ্ডে জড়িত ছিলেন বেনজেমা। তিনি আরও চার জনকে সহযোগিতা করেছিলেন ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করতে। বেনজেমা অবশ্য প্রথম থেকেই তার বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করে আসছেন। আদালতের রায় ঘোষণার পর তার আইনজীবী আপিল করার কথা জানিয়েছেন।

রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন না সময়ের অন্যতম সেরা ফুটবলার বেনজেমা। তিনি রিয়ালের হয়ে অনুশীলনে ব্যস্ত। বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে স্প্যানিশ ক্লাবটি খেলতে নামবে শেরিফ তিরাসপোলের মাঠে।

২০১৫ সালে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠার পর প্রায় ছয় বছর জাতীয় দলের বাইরে ছিলেন বেনজেমা। মূলত তাকে স্কোয়াডে ডাকেননি ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে তাই খেলা হয়নি তার।

দীর্ঘ সময় উপেক্ষিত থাকার পর গত মে মাসে জাতীয় দলে ফেরেন বেনজেমা। ২০২০ ইউরোতে খেলার পর সবশেষ উয়েফা নেশন্স লিগেও অংশ নেন তিনি। নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে ফ্রান্সের শিরোপা জয়ে গোল করে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

Comments

The Daily Star  | English
Strong dollar spillover: How Bangladesh manages it

Strong dollar spillover: How Bangladesh manages it

The crawling peg system for the taka is a delayed response to reserve erosion

3h ago