দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুন, ৩ পোশাক শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট বাসায় অগ্নিকাণ্ডে ৩ পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি ফ্ল্যাট বাসায় অগ্নিকাণ্ডে ৩ পোশাক শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার ৭তলা ভবনের ৪র্থ তলার ফ্লাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- পারভেজ (২৮), মামুন (২৭) ও জীবন (২০)। ৩ জনই একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আদমজী ইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দগ্ধ ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নিয়ে ভর্তি করেছেন। এছাড়া, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।'

তিনি আরও বলেন, 'ঘটনাস্থলে তেমন কিছু পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রান্নার চুলার গ্যাস লিকেজ হয়ে ঘরে ভেতরে জমে ছিল। পরে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।'

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, 'ঢাকায় খোঁজ নিয়ে জানতে পেরেছি দগ্ধ ৩ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে পারভেজ ও মামুনের শরীরের ৯৯ শতাংশ এবং জীবনের ৩০ শতাংশ পুড়ে গেছে।'

Comments

The Daily Star  | English

US sanction on Aziz not under visa policy: foreign minister

Bangladesh embassy in Washington was informed about the sanction, he says

2h ago