ক্রুসের সেরা পাঁচে নেই রোনালদো

রিয়াল মাদ্রিদের সেরা পাঁচ খেলোয়াড়ের একটি দল বাছাই করেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুস। কিন্তু বিস্ময়করভাবে সে তালিকায় নেই এক সময়ের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো। এমনকি নেই নেই আলেহাদ্রো দি স্তেফানোর মতো কিংবদন্তিও।

ফুটবল ইতিহাসের সেরা ক্লাবের তালিকা করলে নিঃসন্দেহে শুরুর দিকেই থাকবে রিয়াল মাদ্রিদের নাম। অসংখ্য তারকা খেলোয়াড়দের নাম জড়িয়ে আছে ক্লাবটির সঙ্গে। শুধু দি স্তেফানো ক্রিস্তিয়ানো রোনালদোরাই নয়, খেলেছেন ফেরেঙ্ক পুসকাস, রোনালদো নাজারিওর মতো মহাতারকারাও। স্বাভাবিকভাবেই এ ক্লাবের সেরা পাঁচ জন খেলোয়াড় বেছে নেওয়াটা বেশ কঠিনই।

কিন্তু সেরা পাঁচ খেলোয়াড়ের তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদোর নাম খুব একটা ভাবনার কথা নয়। এ পর্তুগিজ তারকা তো ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাই। রিয়ালের জার্সিতে একাই করেছেন ৪৫০ গোল। যেখানে দ্বিতীয় স্থানে থাকা রাউল গনজালেসের গোলসংখ্যা ৩২৩টি।

তেমনি স্বাভাবিক দি স্তেফানোর নামও। ক্লাবের হয়ে ৩০৮টি গোল দেওয়া এ কিংবদন্তি অন্যতম সফল খেলোয়াড়। তার সময়ে টানা পাঁচবার ইউরোপিয়ান সেরা হয়েছে রিয়াল। ক্লাবটির কিংবদন্তির তালিকায় প্রথমেই রাখা হয় তার নাম।

ক্রুসের ভাবনা একটু ভিন্নই। নিজের সেরা তালিকায় স্ট্রাইকার হিসেবে রেখেছেন রাউল গনজালেসকে। মাঝমাঠে বেছে নিয়েছেন জিনেদিন জিদানকে। তার সঙ্গে আছেন উলি স্টিলাইক। ১৯৭৭ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রিয়ালে খেলেছেন টনির স্বদেশী উলি।

তবে রক্ষণভাগ ও গোলরক্ষক পজিশনে তেমন কোনো চমক নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসকে দলে রেখেছেন টনি। গোলবারের নিচে থাকছেন ইকের ক্যাসিয়াস।

সূত্র: মার্কা

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

43m ago