১৫ বছর ধরে অব্যবহৃত কমিউনিটি সেন্টার

১৫ বছর আগে তৈরি হয়েছে সেগুনবাগিচা মাল্টিপারপাস সেন্টার নামের কমিউনিটি সেন্টারটি। তৈরি করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। কিন্তু এ পর্যন্ত সেখানে একটি অনুষ্ঠানও করা হয়নি, করা যায়নি। অযত্ন, অবহেলায় পুরো স্থাপনাটি এখন ব্যবহার অনুপযোগী। এ নিয়ে দায়িত্বও কেউ নিচ্ছে না।

১৫ বছর ধরে অব্যবহৃত থাকা কমিউনিটি সেন্টারটি নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয় একটি প্রতিবেদন। প্রতিবেদনটির সার-সংক্ষেপ থাকছে আজকের স্টার নিউজ প্লাসে।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

4h ago