আমি কখনো গল্প লিখিনি!
যে বছর ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের অবসান হলো, সে বছরের ১৯ জুন কথাসাহিত্যিক সেলিনা হোসেনের জন্ম। দেশভাগ, দেশান্তর, ব্রিটিশ থেকে পাকিস্তানি শোষণ নিপীড়ন, বাঙালি সত্তার উত্থান—এক উত্তাল সময়ে রাজশাহী শহরে সেলিনা হোসেনের বেড়ে ওঠা।
ঔপনিবেশিক শাসনের ধ্বংসস্তূপ থেকে জাতীয় ও বিশ্ব রাজনীতিকে সেলিনা হোসেন দেখেছেন জনমানুষের চোখ দিয়ে। প্রবন্ধ, শিশুসাহিত্য, লোকপুরাণ কিংবা মুক্তিযুদ্ধ গাথা—বাস্তব অভিজ্ঞতা ও প্রখর কল্পনার মিশেলে তিনি সৃষ্টি করেছেন বাঙালির সংগ্রামের সাহিত্য।
Comments