ভিকি-ক্যাটরিনার বিয়ের উৎসব শুরু
বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের আয়োজন আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে। ৭০০ বছরের পুরনো দুর্গে চলছে এই আয়োজন।
এই বিয়ে উপলক্ষে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে সিক্স সেন্সেস ফোর্টের পুরো এলাকা। আয়োজন চলবে আগামী ৩ দিন।
ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে, আজ মেহেদী উৎসব, আগামীকাল সঙ্গীত অনুষ্ঠান এবং পরের দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই তারকা জুটি।
এই বিয়ের আয়োজন নিয়ে কঠোর গোপনীয়তা রাখা হয়েছে। গুঞ্জন রয়েছে একটি অনলাইন সংস্থার কাছে ১০০ কোটি টাকায় বিয়ের ছবির স্বত্ব বিক্রি করা হয়েছে। সেগুলো পরবর্তীতে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে।
সে কারণেই আগত অতিথিদের দেওয়া হয়েছে অনেকগুলো শর্ত।
ভিকি-ক্যাটের বিয়েতে নিরাপত্তার দায়িত্বে থাকছেন দেড় শতাধিক নিরাপত্তারক্ষী। তারপরেও বিশেষ নিরাপত্তায় জন্য সালমান খানের ব্যক্তিগত দেহরক্ষী শেরা নাকি থাকছেন বিশেষ দায়িত্বে।
মেহেদিতে আজ ক্যাটরিনা পড়বেন আবু জানির ডিজাইন এবং সংগীত অনুষ্ঠানে পড়বেন মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা। বিয়েতে বর-কনে দুজনেই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরবেন।
Comments