অপরাধ ও বিচার

প্রতিমন্ত্রী মুরাদের মানহানিকর অডিও-ভিডিও সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মানহানিকর সব ভিডিও ও অডিও অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্টার ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মানহানিকর সব ভিডিও ও অডিও অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে ফেলতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আবেদন করলে আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে আদালতের নির্দেশ বিটিআরসিকে জানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীকাল নির্দেশনা অনুযায়ী কাজ সম্পন্ন করে তা আদালতকে জানাতেও বলা হয়েছে।

সৈয়দ সায়েদুল হক সুমন আদালতকে বলেছেন, সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মানহানিকর অডিও ও ভিডিওগুলো অবিলম্বে অপসারণ করা না হলে শিশু ও তরুণ প্রজন্মের ওপর এর বিরূপ প্রভাব ফেলবে।

Comments

The Daily Star  | English

IMF agrees to lend $1.15 billion to Bangladesh in third tranche

The International Monetary Fund (IMF) has agreed to provide $1.15 billion to Bangladesh in the third instalment under its multi-billion-dollar loan programme.

44m ago