রাজনীতি

মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিএনপি

জিয়া পরিবারকে নিয়ে শিষ্টাচার বর্জিত সম্মানহানিকর মন্তব্য করায় সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
ডা. মো. মুরাদ হাসান। ছবি: সংগৃহীত

জিয়া পরিবারকে নিয়ে শিষ্টাচার বর্জিত সম্মানহানিকর মন্তব্য করায় সদ্য সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দলটি।

এতে বলা হয়, সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এছাড়াও তাকে সংসদ থেকে অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের নারী সদস্যদের নিয়ে ডা. মুরাদ হাসান অশালীন, অরুচিকর সকল রাজনৈতিক ও সামাজিক শিষ্টাচার বিবর্জিত সম্মানহানিকর কুৎসিত বক্তব্যের তীব্র সমালোচনা, নিন্দা ও প্রতিবাদ জানানো হয় সভায়।

এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে ডা. মুরাদকে জাতীয় সংসদ ও মন্ত্রিসভা থেকে অপসারণ করা এবং প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করার দাবি জানানো হয়।

গত শনিবার নাহিদরেইনস পিকচার্সকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক সাক্ষাৎকারে ডা. মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এরপর চিত্রনায়ক ইমন এবং অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয় এবং সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়।

এসব ঘটনায় তিনি দেশব্যাপী সমালোচনার মুখে পড়েন। সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন এবং আজ দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন।

Comments

The Daily Star  | English

Will there be any respite from inflation?

To many, especially salaried and fixed-income individuals, this means they will have no option but to find ways to cut expenditures to bear increased electricity bills.

7h ago